logo
মঙ্গলবার ২৬ মার্চ, ২০১৯, ১২ চৈত্র ১৪২৫

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০  

কুবিতে বিতকর্ প্রতিযোগিতা

কুবিতে বিতকর্  প্রতিযোগিতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তঃব্যাচ বিতকর্ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে ১০ জানুয়ারি। ‘যুক্তির আলোয় রাঙিয়ে ভুবন, মুক্ত করো তোমার প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগের ক্লাসরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী প্রফেসর মো. বেলাল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাহবুবুল হক ভ‚ঁইয়া, লেকচারার কাজী এম আনিছুল ইসলাম, মাহমুদুল হাসান রাহাত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবিরসহ বিভাগের শিক্ষাথীর্রা। বিভাগের চারটি ব্যাচের মোট ১৮টি টিম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। বিভিন্ন গণমাধ্যমের নামের আদলে টিমগুলোর নামকরণ করা হয়েছে। এমসিজে ডিবেটিং ক্লাবের আয়োজনে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবির্ক সহযোগিতায় এই বিতকর্ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে