শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়েটে কমর্শালা অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

১০ জানুয়ারি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসাচর্ (সিইএসইআর) এর আয়োজনে দিনব্যাপী কমর্শাল অনুষ্ঠিত হয়েছে। ‘দৈনন্দিন জীবনে পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির অভিযোজন’ (অফধঢ়ঃধঃরড়হ ড়ভ ডধঃবৎ ্ ঝধহরঃধরড়হ-ডঅঞঝঅঘ ধহফ ঐুমরবহব ওংংঁবং রহ উধরষু খরভব) শীষর্ক এ কমর্শালা অনুষ্ঠিত হয়। পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে কমর্শালার উদ্বোধন করেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। সিইএসইআরের চেয়ারম্যান প্রফেসর ড. স্বপন কুমার পালিতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। কমর্শালায় রিসোসর্ পারসন ছিলেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজদ্দৌলা, চুয়েট পুরকৌশল বিভাগের প্রফেসর ড. সুদীপ কুমার পাল ও প্রফেসর ড. আসিফুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31788 and publish = 1 order by id desc limit 3' at line 1