logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক   ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০  

বেরোবিতে রক্তের গ্রæপ নিণর্য়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ অনাসের্ ভতির্ কাযর্ক্রম চলাকালে দেড় হাজার শিক্ষাথীর্র রক্তের গ্রæপ নিণর্য় করেছে বঁাধন বিশ্ববিদ্যালয় ইউনিট। ভতির্চ্ছু শিক্ষাথীের্দর সাক্ষাৎকারের পর এই কমর্সূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পূবর্ নিধাির্রত ঘোষণা দেয়া হয় প্রতি শিক্ষাথীের্ক অবশ্যই বঁাধনের নিকট থেকে রক্তের গ্রæপ নিণর্য় করে বঁাধনের দেয়া ¯িøপ নিয়ে ভতির্র ফরমে রক্তের গ্রæপ লিখতে হবে। পাশাপাশি ভতির্র জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে অবশ্যই বঁাধনের দেয়া ¯িøপ জমা দিতে হবে। বঁাধন বেরোবি ইউনিট জোনাল প্রতিনিধি তাওহীদ মো. ফয়সালুল বারী এসময় উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে