শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

শক্ষিা জগৎ ডস্কে য়
  ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

প্রশ্ন: রাষ্ট্র কতৃর্ক পছন্দকৃত জীবন ব্যবস্থার নাম কী?

উত্তর: সংবিধান।

প্রশ্ন: আধুনিক সমাজতন্ত্রের জীবন ব্যবস্থার নাম কী?

উত্তর: সংবিধান।

প্রশ্ন: ইসলামী উপন্যাসের জনক কে?

উত্তর: নাগিব মাহফুজ।

প্রশ্ন: দ্রæত বিচার আদালত গঠন করা হয় কবে?

উত্তর: ২০০২ সালে।

প্রশ্ন: মৃত্যুদÐের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হয়?

উত্তর: মৃত্যুদÐাদেশ প্রদানের তারিখ থেকে ৭ দিনের মধ্যে।

প্রশ্ন: ফৌজদারি কাযির্বধিতে ধারা আছে কতটি?

উত্তর: ৫৬৫টি।

প্রশ্ন: পেনাল কোড বা দÐবিধিতে ধারা আছে মোট কতটি?

উত্তর: ৫১১টি।

প্রশ্ন: পারিবারিক আদালতে মামলার কোটর্ ফি কত?

উত্তর: ৬০ টাকা।

প্রশ্ন: দÐবিধি (পেনাল কোড) আইনটি প্রণীত হয় কত সালে?

উত্তর: ১৮৬০ সালে।

প্রশ্ন: দেওয়ানি মামলায় সবোর্চ্চ ক্ষতিপূরণ বাবদ দেয়া যায় কত টাকা?

উত্তর: ২৫,০০০ টাকা।

প্রশ্ন: পেনাল কোড প্রণীত হয় কত সালে?

উত্তর: ১৮৬০ সালে।

প্রশ্ন: ধষের্ণর সবোর্চ্চ শাস্তি?

উত্তর: যাবজ্জীবন কারাদÐ।

প্রশ্ন: অতিরিক্ত জেলা জজের সংজ্ঞা রয়েছে কত ধারা অনুচ্ছেদে?

উত্তর: সংবিধানের ১৫২ অনুচ্ছেদ।

প্রশ্ন: বাংলাদেশ দÐবিধির ১৬১-১৬৫ ধারায় কী বিষয়ে আদেশ হয়েছে?

উত্তর: ঘুষ গ্রহণের শাস্তি সম্পকের্।

প্রশ্ন: বাংলাদেশে অপরাধীর সবোর্চ্চ শাস্তি কী?

উত্তর: মৃত্যুদÐ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31959 and publish = 1 order by id desc limit 3' at line 1