শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আলোর বেগে তথ্য পাঠাতে ব্যবহৃত হয়Ñ
জিনাত বিনতে জামান, প্রভাষক ঢাকা কলেজ, ঢাকা য়
  ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

২২. রাউটারের কাজ হচ্ছে-

র. নেটওয়াকর্ সম্প্রসারণ করা

রর. একাধিক প্রোটোকলের নেটওয়াকর্ সংযুক্ত করা

ররর. দুটি ভিন্ন নেটওয়াকের্র মধ্যে সংযোগ ঘটানো

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: খ. র ও ররর

নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

অ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়াকর্ টপোলজি একটি বৈদ্যুতিক লাইনের দুই পাশ্বর্ থেকে নেয়া কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের অনুরূপ। ই-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়াকর্ টপোলজি একটি বৈদ্যুতিক পোল থেকে নেয়া কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের অনুরূপ। ঈ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়াকর্ টপোলজি বৃত্তাকার পথে সাজানো কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের অনুরূপ। তারা তাদের ব্যবসা নেটওয়াকির্ংসহ একীভূত করতে চাইল।

২৩. অ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে?

ক. বাস খ. স্টার

গ. মেস ঘ. ট্রি

সঠিক উত্তর: ক. বাস

২৪. ই ও ঈ টপোলজিদ্বয়ের পাথের্ক্যর ক্ষেত্র হচ্ছেÑ

র. কেন্দ্রীয় সাভার্র

রর. হাব

ররর. ওয়াকর্ স্টেশন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

২৫. রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড?

ক. সিমপেক্স ও মাল্টিকাস্ট

খ. হাফডুপেক্স ও মাল্টিকাস্ট

গ. সিমপেক্স ও ব্রডকাস্ট

ঘ. ফুল-ডুপেক্স ও ব্রডকাস্ট

সঠিক উত্তর: গ. সিমপেক্স ও ব্রডকাস্ট

২৬. আলোর বেগে তথ্য পাঠাতে যে কেবল ব্যবহৃত হয়, তা হলো-

ক. আবরণহীন টুইস্টেড পেয়ার কেবল

খ. আবরণযুক্ত টুইস্টেড পেয়ার কেবল­

গ. কো-এক্সিয়াল কেবল­

ঘ. ফাইবার অপটিক কেবল­

সঠিক উত্তর: ঘ. ফাইবার অপটিক কেবল­

২৭. কোন ডিভাইস হাফ-ডুপেক্স মোডে ডেটা আদান-প্রদান করা হয়?

ক. রেডিও

খ. মোবাইল ফোন

গ. ওয়াকিটকি

ঘ. কম্পিউটার

সঠিক উত্তর: গ. ওয়াকিটকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33404 and publish = 1 order by id desc limit 3' at line 1