বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি ব্যবসায় পরিচিতি

সফল উদ্যোক্তা কোন গুণের অধিকারী হয়ে থাকেন?
সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় পরিচিতি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

২৭। সফল উদ্যোক্তা কোন গুণের অধিকারী হয়ে থাকেন?

(ক) গতিশীল নেতৃত্বের

(খ) সাহসী

(গ) উদ্ভাবনী শক্তির

(ঘ) আত্মবিশ্বাসী

সঠিক উত্তর: (ক) গতিশীল নেতৃত্বের

২৮। উদ্যোগ উন্নয়ন কাক্সিক্ষত পযাের্য় পেঁৗছাতে না পারার কারণ-

র. কারিগরি শিক্ষার অভাব

রর. বৃত্তিমূলক শিক্ষার অভাব

ররর. তাত্তি¡ক শিক্ষা ব্যবস্থা প্রচলিত

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

২৯। আমাদের দেশের অগ্রযাত্রা ব্যাহত হওয়ার কারণ হলো-

র. মেধার অভাব

রর. প্রশিক্ষণের অভাব

ররর. অনুক‚ল পরিবেশের অভাব

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (গ) রর ও ররর

৩০। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করার উপায়-

র. প্রচার-প্রচারণা

রর. কারিগরি শিক্ষা

ররর. বিনিয়োগ পরামশর্ প্রদান

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

৩১। পরিবতির্ত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলা-

র. উদ্যোক্তার বিশেষ গুণ

রর. উদ্যোক্তার সাধারণ গুণ

ররর. উদ্যোক্তার আরেকটি বড় গুণ

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক) র

৩২। আমাদের দেশে আথর্-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে-

র. সম্পদের সঠিক ব্যবহার

রর. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি

ররর. দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

৩৩। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বঁাধা হলো-

র. সুষ্ঠু পরিকল্পনার অভাব

রর. রাজনৈতিক অস্থিরতা

ররর. অ-কারিগরি শিক্ষা

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

৩৪। ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়-

র. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে

রর. গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে

ররর. সহজশতের্ ঋণ প্রদানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33994 and publish = 1 order by id desc limit 3' at line 1