শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি রসায়ন প্রথমপত্র

প্রমাণ দ্রবণ কী?
আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা
  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য রসায়ন প্রথমপত্র থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

প্রথম অধ্যায়

প্রশ্ন : ১। প্রাইমারি স্ট্যান্ডাডর্ পদাথর্ কাকে বলে?

উত্তর : কিছু কিছু পদাথর্ আছে যেগুলো বায়ুতে উন্মুক্ত রাখলে বায়ুর উপাদান যথা ঙ২, ঈঙ২ বা জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না এসব পদাথের্ক প্রাইমারি স্ট্যান্ডাডর্ পদাথর্ বলে। যথা অক্সলিক এসিড।

প্রশ্ন : ২। সেকেন্ডারি স্ট্যান্ডাডর্ পদাথর্ কাকে বলে?

উত্তর : কিছু কিছু পদাথর্ আছে যেগুলো বায়ুতে রাখলে সহজেই বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়। যথা সালফিউরিক এসিড।

প্রশ্ন : ৩। প্রমাণ দ্রবণ কী?

উত্তর : যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে।

প্রশ্ন : ৪। মোলারিটি কাকে বলে?

উত্তর : স্থির তাপমাত্রায় ১.০২ দ্রবণে দ্রবীভ‚ত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে।

প্রশ্ন : ৫। নরমালিটি কী?

উত্তর : স্থির তাপমাত্রায় ১.০২ আয়তনের দ্রবণে দ্রবীভ‚ত দ্রবের গ্রামতুল্য ভর সংখ্যাকে দ্রবণের নরমালিটি বলে।

প্রশ্ন : ৬। টাইট্রেশন কী?

উত্তর : টাইট্রেশন হলো কোন দ্রবণের অজানা ঘনমাত্রা নিণের্য়র একটি প্রক্রিয়া।

২য় অধ্যায়

প্রশ্ন : ৭। পরমাণু কাকে বলে?

উত্তর : মৌলিক পদাথের্র ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে।

প্রশ্ন : ৮। স্থায়ী মূল কণিকা কাকে বলে?

উত্তর : স্থায়ী মূল কণিকা আছে যা সব মৌলের পরমাণুতেই থাকে তাদের স্থায়ী মূল কণিকা বলে।

প্রশ্ন : ৯। অস্থায়ী মূল কণিকা কাকে বলে?

উত্তর : কতকগুলো মূল কণিকা আছে যা কোনো কোনো মৌলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে, এদের অস্থায়ী মূল কণিকা বলে।

প্রশ্ন : ১০। কম্পোজিট কণিকা কাকে বলে?

উত্তর : স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়া আর এক ধরনের ভারী কণিকাকে কম্পোজিট কণিকা বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36260 and publish = 1 order by id desc limit 3' at line 1