logo
শুক্রবার ২৬ এপ্রিল, ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক   ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

বেরোবিতে মতবিনিময় সভা

বেরোবিতে মতবিনিময় সভা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিশুর সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রæয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ যৌথভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থা ওয়াল্ডর্ ভিশন এই সভার আয়োজন করে। শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণে ভ‚মিকা পালনে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০০ জন শিক্ষাথীের্দর সঙ্গে করণীয় বিষয়ের আলোকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়াল্ডর্ ভিশন বাংলাদেশ রংপুরের এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার স্টিফেন হালদার রুভেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল। অন্যান্যের মাঝে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, ছাত্র পরামশর্ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম, পিএস টু ভিসি মো. আমিনুর রহমান, ওয়াল্ডর্ ভিশন ইন্টান্যাশনালের রিজিওনাল অ্যাডভোকেসি এবং এনগেইজমেন্ট ম্যানেজার ক্যাথিরিন রোজি, সংস্থাটির রিজিওনাল অ্যাডভোকেসি এবং এনগেইজমেন্ট এশিয়া প্যাসিফিক ডাইরেক্টর দিপেস পল ঠাকুর, ওয়াল্ডর্ ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি এবং জাস্টিস ফর চিলড্রেন ডেপুটি ডাইরেক্টর সাবিরা সুলতানা নুপুরসহ সংস্থাটির অন্য কমর্কতার্রা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে