বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

আবদুল্লাহর উদ্যোগটি মূতর্ হয়েছে যে চরণেÑ
রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
  ১৬ জুলাই ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

পাছে লোকে কিছু বলে

১১. ‘উপেক্ষা’ বলতে বোঝায়Ñ

র. অগ্রাহ্য করা

রর. গুরুত্বসহকারে গ্রহণ করা

ররর. অবহেলা করা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. র ও ররর ঘ. রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

১২. শুভ্র চিন্তার প্রকাশ ঘটাতে প্রয়োজনÑ

র. হৃদয়কে মজবুত করা

রর. সমালোচনা অগ্রাহ্য করা

ররর. হৃদয়ের তলে বিলীন করে দেয়া

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর

সঠিক উত্তর : খ. রর

১৩. যারা দ্বিধাগ্রস্ত তারাÑ

র. আড়ালে আড়ালে চলে

রর. সংকল্পে অটল থাকে

ররর. নীরবে নিজেকে ঢেকে রাখে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

১৪. ‘প্রশমিতে পারে ব্যথা’Ñ এখানে প্রশমিত শব্দের অথর্ কী?

র. নিবারণ

রর. উপশম

ররর. মওকুফ

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র ও ররর

সঠিক উত্তর : গ. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও

কলেজছাত্র আবদুল্লাহ নিরক্ষর গ্রামবাসীর মাঝে শিক্ষার আলো ছড়ানোর জন্য বন্ধুদের নিয়ে একটি বয়স্ক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত গ্রহণ করলে মাতব্বর বলেন, ‘সবুর মাস্টারের মতো মানুষ ব্যথর্ হয়েছে, এখন তোমাদের মতো কচি শিশুরা খুলবে বয়স্ক বিদ্যালয়।’ এ কথা শুনে দমে যায় আবদুুল্লাহ।

১৫. আবদুল্লাহর উদ্যোগটি মূতর্ হয়েছে যে চরণেÑ

র. হৃদয়ে বুদবুদ মতো/উঠে শুভ্র চিন্তা কত

রর. একটি স্নেহের কথা/প্রশমিতে পারে ব্যথা

ররর. মহৎ উদ্দেশ্যে যবে/এক সাথে মিলে সবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3634 and publish = 1 order by id desc limit 3' at line 1