শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা গণিত

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ১৬ জুলাই ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

নিচের তথ্যের আলোকে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দুটি সংখ্যার অনুপাত ৭: ৩। তাদের একটি সংখ্যা ৪৯।

৩৬। প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত কোনটি?

ক. ৫: ৬

খ. ৩: ৭

গ. ১৪: ৬

ঘ. ২১: ৯

সঠিক উত্তর: খ. ৩: ৭

৩৭। অপর সংখ্যাটি কত?

ক. ১০

খ. ১২

গ. ২১

ঘ. ৯৪

সঠিক উত্তর: গ. ২১

৩৮। ৩০০ টাকা দুজন ব্যক্তিকে ৩: ২ এর ব্যস্তানুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে?

ক. ১০০

খ. ১২০

গ. ১৪০

ঘ. ১৮০

সঠিক উত্তর: ঘ. ১৮০

৩৯। ২: ৩ এবং ৩: ৪ এর মিশ্র অনুপাতের শতকরায় প্রকাশিত রূপ কোনটি?

ক. ২০%

খ. ৫০%

গ. ৭০%

ঘ. ৮০%

সঠিক উত্তর: খ. ৫০%

অধ্যায়-৩

১। -৫ এর পরবতীর্ সংখ্যাটি কত?

ক. -৬

খ. -৪

গ. ৫

ঘ. ৬

সঠিক উত্তর: খ. -৪

২। কোনো সংখ্যা থেকে ১ ধাপ ডান দিকে গেলে-

র. ওই সংখ্যাটির পূবর্বতীর্ সংখ্যা পাওয়া যায়

রর. ওই সংখ্যাটির পরবতীর্ সংখ্যা পাওয়া যায়

ররর. ওই সংখ্যা থেকে বড় সংখ্যা পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও ররর ঘ. রর ও ররর

সঠিক উত্তর: খ. রর

৩। ১ এর পূবর্বতীর্ সংখ্যাটি কত?

ক. -২

খ. -১

গ. ০

ঘ. ২

সঠিক উত্তর: গ. ০

৪। ১, ২, ৩, ৪,... সংখ্যাগুলোকে বলা হয়Ñ

র. পূণর্ সংখ্যা

রর. ধনাত্মক সংখ্যা

ররর. অঋণাত্মক সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

৫। শূন্যসহ সব ধনাত্মক পূণর্ সংখ্যাকে নিচের কোনটি বলা হয়?

ক. ধনাত্মক সংখ্যা

খ. অঋণাত্মক সংখ্যা

গ. ঋণাত্মক সংখ্যা

ঘ. স্বাভাবিক সংখ্যা

সঠিক উত্তর: খ. অঋণাত্মক সংখ্যা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3636 and publish = 1 order by id desc limit 3' at line 1