বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
  ১৬ জুলাই ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে সমাথর্ক শব্দ নিয়ে আলোচনা করা হলো।

সমাথর্ক শব্দ

যেসব শব্দ একই অথর্ প্রকাশ করে তাদের সমাথর্ক বা একাথর্ক শব্দ বলে। রচনার মাধুযর্ সৃষ্টির জন্য একটা অথের্কই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন। কবিতায় এর প্রয়োগ বেশি। এখানে কতগুলো সমাথর্ক শব্দের উদাহরণ দেয়া হলো।

মূল শব্দ সমাথর্ক শব্দ

অন্ধকার - অঁাধার, তমসা, তিমির

আকাশ - অম্বর, গগন, নভঃ, ব্যোম

আগুন - অগ্নি, অনল, পাবক, বহ্নি, Ðতাশন

ঈশ্বর - আল্লাহ, খোদা, জগদীশ্বর, ধাতা,

বিধাতা, ভগবান, সৃষ্টিকতার্, স্রষ্টা

কান - কণর্, শ্রবণ

চুল - অলক, কুÐল, কেশ, চিকুর

চোখ - অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন

জল - অম্বু, জীবন, নীর, পানি, সলিল

তীর - ক‚ল, তট, সৈকত

দিন - দিবস, দিবা

দেবতা - অমর, দেব, সুর

দেহ - গাত্র, গা, তনু, শরীর

ধন - অথর্, বিত্ত, বিভব, সম্পদ

পৃথিবী - অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ,

মেদিনী

পবর্ত - অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল

পিতা - আব্বা, জনক, বাবা

মূল শব্দ সমাথর্ক শব্দ

পুত্র - ছেলে, তনয়, নন্দন, সুত

মাতা - গভর্ধারিণী, প্রসূতি, মা, জননী

কোকিল - পরভৃত, পিক

গরু - গো, গাভী, ধেনু

চাঁদ - চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক,

সুধাংশু, হিমাংশু

রাজা - নৃপতি, নরপতি, ভূপতি

সূযর্ - আদিত্য, তপন, দিব্যকর, ভাস্কর,

ভানু, মাতর্Ð, রবি, সবিতা

স্বগর্ - দেবলোক, দ্যুলোক, বেহেশত

নদী - তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী

নারী - অবলা, কামিনী, মহিলা, স্ত্রীলোক, রমণী

মৃত্যু - ইন্তেকাল, ইহলীলা-সংবরণ, ইহলোক ত্যাগ, চিরবিদায়, জান্নাতবাসী হওয়া দেহত্যাগ, পঞ্চত্বপ্রাপ্তি, পরলোকগমন, লোকান্তরগমন, শেষ নিঃশ্বাস ত্যাগ, স্বগর্লাভ

সাপ - অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সপর্

সমুদ্র - অণর্ব, জলধি, জলনিধি, পারাবার,

বারিধি, রতœাকর, সাগর, সিন্ধু

হাতি - কর, বাÐ, ভুজ, হস্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3637 and publish = 1 order by id desc limit 3' at line 1