শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি রসায়ন প্রথমপত্র

আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা য়
  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য রসায়ন প্রথমপত্র থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

২য় অধ্যায়

প্রশ্ন : ১১। ইলেকট্রনের চাজর্ কত?

উত্তর : ইলেকট্রনের চাজর্ -৬´১০-১৯ কুলম্ব।

প্রশ্ন : ১২। নিউক্লিয়াস কী?

উত্তর : পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর ও ধনাত্মক চাজর্ পুঞ্জীভূত থাকে, একে নিউক্লিয়াস বলে।

প্রশ্ন : ১৩। বণার্লী কী?

উত্তর : সূযের্র সাদা আলোকে প্রিজমের ভিতর দিয়া চালনা করলে তা বিভিন্ন বণের্র আলোতে বিশ্লিষ্ট হয়, বিভিন্ন বণের্র এ সমাহার কেই বণার্লী (ঝঢ়বপঃঁৎস) বলে।

প্রশ্ন : ১৪। ওজ কী?

উত্তর : ওজ- হলো (ওহভৎধৎবফ) অথার্ৎ অবলেহিত বণার্লী হলো কম্পন বণার্লী।

প্রশ্ন : ১৫। টঠ-কী?

উত্তর : টঠ-হলো টষঃৎধ ারড়ষবঃ বা অতিবেগুনি রশ্মি। ২০০-৩৭৫ হস (ন্যানেমিটার) তরঙ্গ দৈঘর্্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় বণার্লীকে অতিবেগুনি রশ্মি বলা হয়।

প্রশ্ন : ১৬। চিকিৎসা ক্ষেত্রে ওজ- রশ্মির দুটো ব্যবহার লিখ?

উত্তর : (র) ক্যান্সার নিণের্য় ওজ-রশ্মি ব্যবহার করে আক্রান্ত অংশের প্রতিচ্ছবি পাওয়া যায়।

(রর) ঘওজং দ্বারা রক্তের হিমোগেøাবিনে অক্সিজেনের পরিমাপ করে মস্তিষ্কের রোগ নিণর্য় করা হয়।

প্রশ্ন : ১৭। গজও কী?

উত্তর : গওজ হচ্ছে গধমহবঃরপ জবংড়হধহপব ওসধমরহম অথার্ৎ চৌম্বক অণুরনন প্রতিচ্ছবিকরণ।

প্রশ্ন : ১৮। পারমাণবিক সংখ্যা কাকে বলে?

উত্তর : কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চাজর্ বা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে।

প্রশ্ন : ১৯। আইসোটোপ কাকে বলে?

উত্তর : কোনো মৌলের এ জাতীয় একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের আইসোটোপ বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36426 and publish = 1 order by id desc limit 3' at line 1