শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

প্রিয় পরীক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে সৃজনশীল অংশের (গতকালের পর) মডেল টেস্ট ও বহুনিবার্চনি প্রশ্ন দেয়া হলো

সৃজনশীল

পূণর্মান ৭০

৬. রহিমা খাতুন একটি গরিব পরিবারের মেয়ে। গ্রামের অশিক্ষিত ও মাদকাসক্ত একটি ছেলের সাথে তার বিয়ে হয়। তার স্বামী নেশাগ্রস্ত হয়ে প্রায়ই রহিমা খাতুনকে মারধর করে। নেশার টাকা জোগাড়ের জন্য প্রায়ই তার স্বামী তাকে অথৈর্নতিক কাজ করতে বলে। কিন্তু রহিমা খাতুন এতে রাজি হতেন না।

ক. ঐওঠ-এর পূণর্রূপ লেখ।

খ. এইডসের কারণ কী?

গ. এইডস প্রতিরোধের উপায় বণর্না কর।

ঘ. রহিমা খাতুনের স্বামীর আচরণে নারীর প্রতি সহিংসতার কোন প্রকৃতি প্রকাশ পেয়েছেÑ ব্যাখ্যা কর।

৭.উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

‘ক’ নামক একটি দেশের জাতীয় নিবার্চন অনুষ্ঠানের ব্যাপারে বিভিন্ন পেশাজীবী শ্রেণির পরামশর্ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় একজন আইনজীবী বলেন, নিবার্চন প্রক্রিয়া সম্পন্ন করবে একটি কমিশন। এখানে একজন প্রধান আর কয়েকজন সহকারী কমিশনার হিসেবে কাজ করবেন। যিনি প্রধান তিনি আবার সভাপতির দায়িত্ব পালন করবেন। তাদের মেয়াদ হবে পঁাচ বছর।

ক. গণতন্ত্র সম্পকের্ অধ্যাপক ফাইনারের উক্তিটি কী?

ক. গণতন্ত্র সম্পকের্ অধ্যাপক ফাইনার বলেন, ‘আধুনিক গণতান্ত্রিক শাসন কাযর্ত রাজনৈতিক দলের শাসন। ’

খ. পরোক্ষ নিবার্চন বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে আইনজীবী যে ধরনের কমিশনের পরামশর্ দিয়েছেন, তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

ঘ. ‘আইনজীবীর পরামশর্মতো কমিশনের থাকবে ক্ষমতা ও নানা কাজ’-বিশ্লেষণ কর।

৮.উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

‘ক’ ব্যক্তি বিশ্বের এমন একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, যে প্রতিষ্ঠান বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করে প্রত্যেক সদস্যের মধ্যে অথৈর্নতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা গড়ে তোলে। সব ধমর্-বণের্র ও লোকের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধা গড়ে তোলে।

ক. হেগ শহর কোন দেশে অবস্থিত?

খ. জাতিসংঘ কোন প্রেক্ষাপটে সৃষ্টি হয়?

গ. ‘ক’ যে ধরনের প্রতিষ্ঠানের প্রধান হতে চান সে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা কর।

ঘ. তুমি কি মনে কর, ওই প্রতিষ্ঠানটির প্রতিটি উদ্দেশ্যই জনকল্যাণের জন্য গৃহীত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

৯.উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

মি. ক ‘খ’ নামের একটি গামের্ন্ট প্রতিষ্ঠানের মালিক। তিনি তার গামের্ন্ট ফ্যাক্টরির বিভিন্ন কাজে নিয়োজিত কমর্চারীদের ন্যায্য বেতন-ভাতার চেয়ে কম বেতন-ভাতা প্রদান করেন। তিনি তার গামেের্ন্টর উৎপাদিত দ্রব্যের উৎপাদন ব্যয় কমাতে কমর্চারীদের বেতন-ভাতা কম দেন। ক্রমেই মি. ‘ক’ ধনী হচ্ছেন আর তার কমর্চারীরা হচ্ছে দরিদ্র।

ক. বিনিয়োগ কাকে বলে?

খ. জাতীয় সম্পদ বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে যে অথর্ব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও।

ঘ. উদ্দীপকের বৈশিষ্ট্য ছাড়াও উক্ত অথৈর্নতিক ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য আছে- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

১০.উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

‘ক’ একজন ছাত্র। সে আন্তঃবিতকর্ প্রতিযোগিতায় একজন দশর্ক হিসেবে গত সপ্তাহে একটি সুন্দর বিতকর্ উপভোগ করে। বিতকের্ অংশগ্রহণকারী দুটি দল দেশের উন্নয়নে শুধু কৃষি বা শুধু শিল্প কী ভূমিকা রাখতে পারে, তা জোরালো যুক্তির মাধ্যমে উপস্থাপন করছিল। বিতকের্র শেষ পযাের্য় বিষয়টি স্পষ্ট বোঝা গেল, যে কোনো দেশের উন্নয়নে কৃষি ও শিল্প পরস্পর পরিপূরক।

ক. বাংলাদেশের অথর্নীতিকে প্রধানত কয়টি খাতে ভাগ করা যায়?

খ. দারিদ্র্যের দুষ্টচক্রের ব্যাখ্যা দাও।

গ. উদ্দীপকের আলোকে এ দেশের কৃষির প্রধান অবকাঠামোগত প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত কর।

ঘ. বাংলাদেশের অথর্নীতিতে উদ্দীপকে উল্লিখিত দুটি খাত কীভাবে ভূমিকা রাখছেÑ ব্যাখ্যা কর।

১১. মি. মুশফিক নদী বিষয়ে গবেষণা করেন। তিনি যে উপজেলায় বাস করেন তার ভেতর দিয়ে বয়ে গেছে কাটাখালী নামে একটি নদী। তিনি দেখেছেন তার ছেলেবেলায় নদীটিতে চৈত্র মাসে অল্প পানি থাকত আবার বষার্য় হয়ে উঠত উন্মত্ত।। একসময় এই নদীতে প্রচুর মাছ ছিল যা দিয়ে অত্র এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হতো আবার কিছু মানুষ বিক্রি করে জীবিকা নিবার্হ করত। বতর্মানে নদীটি শীণর্ এবং মাছ নেই বললেই চলে।

ক. পানিসম্পদ ব্যবস্থাপনা কী?

খ. তিস্তা নদীর গতিপথ ব্যাখ্যা কর।

গ. উক্ত নদীর নাব্যতার জন্য কী কী ব্যবস্থা নেয়া উচিত? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

ঘ. ‘নদীগুলোই বাংলাদেশের প্রাণ’ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

বহুনিবার্চনি প্রশ্ন

১. ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে রচিত প্রথম কবিতা কোনটি?

ক. কঁাদতে আসিনি ফঁাসির দাবি নিয়ে এসেছি

খ. স্মৃতির মিনার

গ. আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রæয়ারি

ঘ. আরেক ফাল্গুন

২. বাংলাদেশ ব্যাংকের কাজ হলোÑ

র. সরকারকে ঋণ প্রদান

রর. আথির্ক সংকটকালে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান

ররর. ব্যবসা করার জন্য ঋণ প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

৩. দ্রাঘিমা সবোর্চ্চ কত ডিগ্রি?

ক. ৯০ক্ক খ. ১৮০ক্ক

গ. ২৭০ক্ক ঘ. ৩৬০ক্ক

৪. শিল্পায়নের জন্য প্রথম ও প্রধান প্রয়োজন কোনটি?

ক. বিনিয়োগ

খ. শিল্প ঋণ

গ. পুঁজি

ঘ. রাজনৈতিক স্থিতিশীলতা

৫. ১৯৬৫ সালের সংবিধান বাতিল করেন কে?

ক. আইয়ুব খান

খ. ইয়াহিয়া খান

গ. ইস্কান্দার মীজার্

ঘ. গোলাম মোহাম্মদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36831 and publish = 1 order by id desc limit 3' at line 1