শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি ভূগোল ও পরিবেশ

ভূ-ত্বক কী দ্বারা গঠিত?
সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ থেকে বহুনির্বাচনি অংশের মডেল টেস্ট দেয়া হলো

মডেল টেস্ট

পূর্ণমান: ৩০

১। ভূ-ত্বক কী দ্বারা গঠিত?

ক) পাথর

খ) ধূলিকণা

গ) শিলা

ঘ) খনিজ পদার্থ

২। মার্বেল কোন ধরনের শিলা?

ক) আগ্নেয় শিলা

খ) পাললিক শিলা

গ) রূপান্তরিত শিলা

ঘ) বেলে শিলা

৩। কোনটি পানিপ্রবাহের ধরন?

ক) চুয়ানো

খ) গলানো

গ) হিমবাহ

ঘ) ক্ষয়িভবন

৪। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

ক) চা খ) গম

গ) ধান ঘ) পাট

৫। বাংলাদেশের যাতায়াতব্যবস্থাকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

ক) ২ ভাগে

খ) ৩ ভাগে

গ) ৪ ভাগে

ঘ) ৫ ভাগে

৬। সূর্য কী?

ক) একটি নক্ষত্র

খ) একটি গ্রহ

গ) একটি উপগ্রহ

ঘ) একটি জ্যোতিষ্ক

৭। পরিবেশের ভারসাম্য রক্ষার মূল উপাদান কোনটি?

ক) জীববৈচিত্র্য

খ) উদ্ভিদ বৈচিত্র্য

গ) যাতায়াতব্যবস্থা

ঘ) পানিসম্পদ

৮। ইক্ষু চাষের জন্য কিরূপ ভূমি প্রয়োজন?

ক) সমতল ভূমি

খ) উঁচু ভূমি

গ) নিচু ভূমি

ঘ) পাহাড়ি ভূমি

৯। সৌরজগতের গ্রহ কয়টি?

ক) ৬টি খ) ৭টি

গ) ৮টি ঘ) ৯টি

১০। বায়ুমন্ডলের উপাদান কোনটি?

র. নাইট্রোজেন

রর. অক্সিজেন

ররর. আরগন

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

১১। পৃথিবীর সব জলরাশির শতকরা কতভাগ পানি সমুদ্রে রয়েছে?

ক) ৯৫ ভাগ

খ) ৯৬ ভাগ

গ) ৯৭ ভাগ

ঘ) ৯৮ ভাগ

১২। আমাদের দেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

ক) ১৬ ভাগ

খ) ১৭ ভাগ

গ) ১৮ ভাগ

ঘ) ১৯ ভাগ

১৩। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত?

ক) ৭১৬ কিলোমিটার

খ) ৮১৬ কিলোমিটার

গ) ৯১৬ কিলোমিটার

ঘ) ১০০০ কিলোমিটার

১৪। কোনটি নিয়ত বায়ু?

র. অয়ন বায়ু

রর. পশ্চিমা বায়ু

ররর. শীতল বায়ু

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

১৫। আল্পস কোন ধরনের পর্বত?

ক) আগ্নেয় পর্বত

খ) ভঙ্গিল পর্বত

গ) স্তূপ পর্বত

ঘ) ল্যাকোলিথ পর্বত

১৬। প্রাণিজগৎ নিয়ে আলোচনা করে কোন ভূগোল?

ক) মৃত্তিকা ভূগোল

খ) জীব ভূগোল

গ) সমুদ্রবিদ্যা

ঘ) জলবায়ু ভূগোল

১৭। মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি কোনটি?

ক) জন্মহার

খ) মৃতু্যহার

গ) স্থূল মৃতু্যহার

ঘ) অভিবাসন

১৮। আন্তর্জাতিক নদী কয়টি?

ক) ৫৭টি খ) ৫৮টি

গ) ৫৯টি ঘ) ৬০টি

১৯। কার্বন ডাইঅক্সাইড কী?

ক) অক্সিজেন

খ) কার্বন ডাইঅক্সাইড

গ) সিএফসি

ঘ) আর্গন

২০। ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?

ক) ১ মিনিট

খ) ২ মিনিট

গ) ৩ মিনিট

ঘ) ৪ মিনিট

২১। বসতির ধরন কত প্রকার?

ক) ২ প্রকার খ) ৩ প্রকার

গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার

২২। কোনটি বসতি স্থাপনের নিয়ামক?

\হর. ভূ-প্রকৃতি

রর. পরিবেশ

ররর. মাটি

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

২৩। সম্পদকে প্রাথমিকভাবে কয়ভাগে ভাগ করা যায়?

ক) ৩ ভাগে

খ) ৪ ভাগে

গ) ৫ ভাগে

ঘ) ৬ ভাগে

২৪। কোনটি জলবায়ুর উপাদান?

ক) মাটি

খ) পানি

গ) রোদ

ঘ) তাপমাত্রা

২৫। আমাদের দেশে তাপমাত্রা সবচেয়ে কম থাকে কোন সময়ে?

ক) শীতকালে

খ) গ্রীষ্মকালে

গ) বর্ষাকালে

ঘ) শরৎকালে

২৬। কোনটি দুর্যোগ?

র. ঘূর্ণিঝড়

রর. খরা

ররর. জলোচ্ছ্বাস

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

২৭। কোনটি ক্ষুদ্রশিল্পের অন্তর্গত?

ক) তাঁতশিল্প

খ) চামড়াশিল্প

গ) বস্ত্রশিল্প

ঘ) বিমানশিল্প

২৮। বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?

ক) ৬১৬ কিমি

খ) ৭১৬ কিমি

গ) ৮১৬ কিমি

ঘ) ৯১৬ কিমি

২৯। শক্তির অন্যতম উৎস কোনটি?

ক) বিদু্যৎ

খ) কয়লা

গ) পানি

ঘ) তাপ

৩০। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার?

ক) ২ প্রকার

খ) ৩ প্রকার

গ) ৪ প্রকার

ঘ) ৫ প্রকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37865 and publish = 1 order by id desc limit 3' at line 1