শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

বস্তুর ওজন পরিমাপ করা হয়Ñ
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১৭ জুলাই ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

অধ্যায় : ৭

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

৬২। অভিকষর্ বলের গাণিতিক রূপ লিখ।

উত্তর :

৬৩। এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ উপর থেকে ছেড়ে দিলে কাগজের টুকরা অপেক্ষা পাথরের টুকরা আগে মাটিতে পড়বে কেন?

উত্তর : বাতাসের বঁাধার জন্য

৬৪। যদি এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ উপর থেকে ছেড়ে দিলে বাতাসে বঁাধা না পায় তাহলে কী হবে?

উত্তর : একসাথে উভয়ই মাটিতে পড়বে

৬৫। পৃথিবীর বিষুবীয় অঞ্চলে অভিকষর্জ ত্বরণের মান সবচেয়ে কম কিন্তু মেরু অঞ্চলে এর মান সবচেয়ে বেশি হয়। এর কারণ কী?

উত্তর : পৃথিবী সম্পূণর্ গোলাকার নয় এবং মেরু অঞ্চলে একটুখানি চাপা থাকার কারণে

৬৬। প্রত্যেক বস্তু কী দ্বারা গঠিত?

উত্তর : পদাথর্

৬৭। কোনো বস্তুতে পদাথের্র পরিমাণকে কী বলে?

উত্তর : ভর

৬৮। যে পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত হয় তার সংখ্যা ও সংযুক্তির ওপর বস্তুটির কী নিভর্র করে?

উত্তর : ভর

৬৯। ভরের আন্তজাির্তক একক কী?

উত্তর : কিলোগ্রাম বা কেজি

৭০। এক টন কত কিলোগ্রামের সমান?

উত্তর : ১০০০ কিলোগ্রামের

৭১। অল্প ভরকে কিসে মাপা হয়?

উত্তর : গ্রামে

৭২। ১ কেজি কত গ্রামের সমান?

উত্তর : ১০০০ গ্রামের

৭৩। কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে ভ‚মিতে ফিরে আসে কিসের জন্য?

উত্তর : ওজনের জন্য

৭৪। কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে কিসের টানে এটা ভ‚মিতে ফিরে আসে?

উত্তর : অভিকষর্ বলের টানে

৭৫। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকষর্ণ করে তাকে কী বলে?

উত্তর : ওজন।

৭৬। ওজনের গাণিতিক রূপ লিখ।

উত্তর : ড = সম

৭৭। ওজন কী?

উত্তর : ওজন একটি বল।

৭৮। ওজন কোন রাশি? উত্তর : ভেক্টর রাশি

৭৯। পৃথিবী পৃষ্ঠে ১০ কেজি ভরের বস্তুর ওজন কত?

উত্তর : ৯৮ নিউটন

৮০। কিসের সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয়?

উত্তর : স্প্রিং নিক্তির

৮১। ভর কিলোগ্রাম এককে কিসের দ্বারা পরিমাপ করা হয়?

উত্তর : নিক্তি দ্বারা

৮২। ভর কোন রাশি?

উত্তর : ভৌত রাশি

৮৩। বস্তুর ওজন কিসের ওপর নিভর্র করে?

উত্তর : অভিকষর্জ ত্বরণের ওপর

৮৪। ভ‚-পৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বস্তুর ওজনের তত কী পরিবতর্ন হয়?

উত্তর : কমতে থাকে

৮৫। পৃথিবীর কেন্দ্রে অভিকষর্জ ত্বরণ কত?

উত্তর : শূন্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3798 and publish = 1 order by id desc limit 3' at line 1