বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

‘কাজ’ কোন-জাতীয় শব্দ?
রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ১৭ জুলাই ২০১৮, ০০:০০

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

পাছে লোকে কিছু বলে

১৬. কামিনী রায়ের দৃষ্টিতে আবদুল্লাহর মন ভেঙে যাওয়ার কারণÑ

ক. সংশয়

খ. ভীরুতা

গ. নিন্দা

ঘ. উপহাস

সঠিক উত্তর : ক. সংশয়

১৭. মনের দৃঢ় ইচ্ছাগুলো কেন পূরণ হয় না?

ক. দ্বিধার কারণে

খ. চিন্তার কারণে

গ. হতাশার কারণে

ঘ. ভীরুতার কারণে

সঠিক উত্তর : ক. দ্বিধার কারণে

১৮. কবি কামিনী রায় রচনা করেছেনÑ

ক. মানবধমর্ কবিতাটি

খ. পাছে লোকে কিছু বলে কবিতাটি

গ. বঙ্গভ‚মির প্রতি কবিতাটি

ঘ. নারী কবিতাটি

সঠিক উত্তর : খ. পাছে লোকে কিছু বলে কবিতাটি

১৯. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহৃত ভাষা হচ্ছেÑ

ক. চলিত

খ. সাধু

গ. চলিত ও সাধু

ঘ. আঞ্চলিক

সঠিক উত্তর : গ. চলিত ও সাধু

২০. কোনো কাজ করতে গিয়ে অনেকে থেমে থাকে, কারণÑ

ক. অথের্র অভাবে

খ. লোকলজ্জায়

গ. স্বাধীনতাহীনতায়

ঘ. সংকল্পহীনতায়

সঠিক উত্তর : খ. লোকলজ্জায়

২১. ‘কাজ’ কোন-জাতীয় শব্দ?

ক. তৎসম

খ. অধর্তৎসম

গ. তদ্ভব

ঘ. দেশি

সঠিক উত্তর : গ. তদ্ভব

২২. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?

ক. হতাশার কারণে

খ. দুবর্লতার কারণে

গ. সংকোচের কারণে

ঘ. লজ্জার কারণে

সঠিক উত্তর : গ. সংকোচের কারণে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3799 and publish = 1 order by id desc limit 3' at line 1