শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা )

'প্রসূন'-এর সমার্থক শব্দ-
সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১৫ মার্চ ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ব্যাকরণ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৩৬। নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য?

ক) গুরুগম্ভীর

খ) অপরিবর্তনীয়

গ) তৎসম শব্দবহুল

ঘ) পরিবর্তনশীল

সঠিক উত্তর : ঘ) পরিবর্তনশীল

৩৭। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

ক) শিক্ষক

খ) কবি

গ) বিপত্নীক

ঘ) ডাক্তার

সঠিক উত্তর : গ) বিপত্নীক

৩৮। উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক) পদ্ধতি

খ) ভাবুক

গ) বিজ্ঞান

ঘ) যথারীতি

সঠিক উত্তর : গ) বিজ্ঞান

৩৯। কোন কোন পদের বচনভেদ হয়?

ক) সর্বনাম ও অব্যয়

খ) সর্বনাম ও ক্রিয়া

গ) বিশেষ্য ও বিশেষণ

ঘ) বিশেষ্য ও সর্বনাম

সঠিক উত্তর : ঘ) বিশেষ্য ও সর্বনাম

৪০। 'প্রসূন'-এর সমার্থক শব্দ কোনটি?

ক) সুন্দর

খ) ফুল

গ) নিশি

ঘ) অরণ্য

সঠিক উত্তর : খ) ফুল

৪১। কোন স্বরবর্ণটির কোনো সংক্ষিপ্ত রূপ নেই?

ক) ই

খ) ঈ

গ) অ

ঘ) আ

সঠিক উত্তর : গ) অ

৪২। চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?

ক) পদবিন্যাস সুনির্দিষ্ট

খ) ব্যাকরণের অনুসারী

গ) ভাষারীতি অপরিবর্তনীয়

ঘ) ভাষারীতি সরল ও সাবলীল

সঠিক উত্তর : ঘ) ভাষারীতি সরল ও সাবলীল

৪৩। 'পরীক্ষা'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) পরী+ইক্ষা

খ) পরি+ঈক্ষা

গ) পরি+ইক্ষা

ঘ) পরী+ঈক্ষা

সঠিক উত্তর : খ) পরি+ঈক্ষা

৪৪। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

ক) কৃতদার

খ) মানুষ

গ) বাঙালি

ঘ) সন্তান

সঠিক উত্তর : ক) কৃতদার

৪৫। কোন কোন পদের বচনভেদ হয়?

ক) বিশেষ্য ও সর্বনাম

খ) সর্বনাম ও ক্রিয়া

গ) বিশেষ্য ও বিশেষণ

ঘ) সর্বনাম ও অব্যয়

সঠিক উত্তর : ক) বিশেষ্য ও সর্বনাম

৪৬। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয়যোগে

গঠিত হয় কোন

ধাতু?

ক) সাধিত ধাতু

খ) প্রযোজক ধাতু

গ) নাম ধাতু

ঘ) কর্মবাচ্যের ধাতু

সঠিক উত্তর : গ) নাম ধাতু

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<40988 and publish = 1 order by id desc limit 3' at line 1