বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

মরমের ব্যথা মরমে লুকায়-
শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
  ২৩ মার্চ ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র (গদ্য) থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

চাষার দুক্ষু

২১. রোকেয়ার মতে কারা নবাবি হালে থাকে?

ক) চাষিরা

খ) চাষির স্ত্রীর

গ) পাটকল ও চটকলের কর্মীরা

ঘ) ধনীরা

সঠিক উত্তর : গ) পাটকল ও চটকলের কর্মীরা

২২. রোকেয়ার মতে কাদের পাছায় ত্যানা জোটে না?

ক) চাষির

খ) শ্রমিকের

গ) ভিক্ষুকের

ঘ) শোষিতের

সঠিক উত্তর : ক) চাষির

২৩. রোকেয়ার মতে আমাদের বঙ্গভূমি কী রকম?

ক) সুজলা-সুফলা

খ) দুর্দশাগ্রস্ত

গ) শোচনীয়

ঘ) সভ্য

সঠিক উত্তর : ক) সুজলা-সুফলা

২৪. কার উদরে অন্ন নেই?

ক) চাষির

খ) শ্রমিকের

গ) মৎস্যজীবীর

ঘ) শোষিতদের

সঠিক উত্তর : ক) চাষির

২৫. 'চাষার দুক্ষু' প্রবন্ধে কোন কবির নাম উলেস্নখ আছে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) কাজী নজরুল ইসলাম

গ) জীবনানন্দ দাশ

ঘ) শামসুর রাহমান

সঠিক উত্তর : ক) রবীন্দ্রনাথ ঠাকুর

২৬. 'চাষার দুক্ষু' প্রবন্ধে কোন যুদ্ধের কথা উলেস্নখ আছে?

ক) ইউরোপের মহাযুদ্ধ

খ) ক্রিমিয়ার

গ) মুক্তিযুদ্ধের

ঘ) ব্রিটিশ যুদ্ধ

সঠিক উত্তর : ক) ইউরোপের মহাযুদ্ধ

২৭. কোন অঞ্চলের কৃষক পত্নী কন্যা বিক্রি করত?

ক) উড়িষ্যা

খ) আসাম

গ) বিহার

ঘ) পাঞ্জাব

সঠিক উত্তর : গ) বিহার

২৮. সাত-ভায়া গ্রামটি কীসের তীরে আবস্থিত?

ক) নদী

খ) পুকুর

গ) সমুদ্র

ঘ) নদ

সঠিক উত্তর : গ) সমুদ্র

২৯. রংপুর অঞ্চলের পুরুষরা কী পরিধান করত?

ক) ধুতি

খ) কৌপীন

গ) লুঙ্গি

ঘ) গামছা

সঠিক উত্তর : খ) কৌপীন

৩০. 'ছেইলা' শব্দের অর্থ কী?

ক) ছোলা

খ) ছেলে

গ) ছাই

ঘ) ছাউনি

সঠিক উত্তর : খ) ছেলে

৩১. 'পৈছা' শব্দের অর্থ কী?

ক) পৌঁছা

খ) পিছলা

গ) প্রাচীন অলংকার

ঘ) স্ত্রী লোকদের প্রাচীন অলংকার

সঠিক উত্তর : ঘ) স্ত্রী লোকদের প্রাচীন অলংকার

৩২. 'বায়স্কোপ' শব্দের অর্থ কী?

ক) কাক

খ) কোকিল

গ) চলচ্চিত্র

ঘ) গোপন ছবি দেখার যন্ত্র

সঠিক উত্তর : গ) চলচ্চিত্র

৩৩. 'কৌপীন' শব্দের অর্থ কী?

ক) চীরবসন

খ) কুচি

গ) কুলি

ঘ) চটকল

সঠিক উত্তর : ক) চীরবসন

৩৪. 'চাষার দুক্ষু' রচনাটি নেয়া হয়েছে কোন গ্রন্থ থেকে?

ক) মতিচুর

খ) অবরোধবাসিনী

গ) পদ্মরাগ

ঘ) রোকেয়া রচনাবলি

সঠিক উত্তর : ঘ) রোকেয়া রচনাবলি

৩৫. 'চাষার দুক্ষু' প্রবন্ধটি কীসের দলিল হয়ে আছে?

ক) কৃষকদের বঞ্চনার

খ) কৃষদের মুক্তির

গ) কৃষকদের দুঃখের

ঘ) কৃষকদের উৎকণ্ঠার

সঠিক উত্তর : ক) কৃষকদের বঞ্চনার

৩৬. 'চাষার দুক্ষু' কী ধরনের রচনা?

ক) প্রবন্ধ

খ) ছোটগল্প

গ) কাব্য

ঘ) উপন্যাস

সঠিক উত্তর : ক) প্রবন্ধ

৩৭. নানাবিধ প্রতিবন্ধকতার মুখে প্রাবন্ধিক থেমে থাকেনি কেন?

ক) নারীশিক্ষার প্রসারে

খ) বাংলাশিক্ষর প্রসারে

গ) ইংরেজি শিক্ষার প্রসারে

ঘ) আধুনিক শিক্ষার প্রসারে

সঠিক উত্তর : ক) নারীশিক্ষার প্রসারে

৩৮. কে মরমের ব্যথা মরমে লুকায়?

ক) চাষিরা

খ) চাষির স্ত্রী

গ) শ্রমজীবীরা

ঘ) দরিদ্ররা

সঠিক উত্তর : গ) শ্রমজীবীরা

৩৯. 'চাষার দুক্ষু' প্রবন্ধ অনুযায়ী কোন জেলায় রেশম হতো?

ক) রংপুর

খ) দিনাজপুর

গ) কুড়িগ্রাম

ঘ) পঞ্চগড়

সঠিক উত্তর : ক) রংপুর

৪০. এন্ডি কাপড় বেশ কী?

ক) নরম

খ) গরম

গ) সরল

ঘ) ঠান্ডা

সঠিক উত্তর : খ) গরম

৪১. 'ভারতবাসী এখন জ্ঞান-বিজ্ঞানে অনেক উন্নত'। উদ্দীপকের সাথে চাষার দুক্ষু' প্রবন্ধের কীভাবে তুলনা করা যায়?

ক) সমৃদ্ধি বর্ণনার

খ) সভ্যতা বর্ণনায়

গ) বন্দনা করায়

ঘ) বিশেষ কৌশল ধারণ করায়

সঠিক উত্তর : ক) সমৃদ্ধি বর্ণনার

৪২. 'ধান্য তার বসুন্ধরা যার' উক্তিটি নিচের কে সমর্থন করে?

ক) বেগম রোকেয়া

খ) কাজী নজরুল ইসলাম

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) আল মাহামুদ

সঠিক উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর

৪৩. শিক্ষা মানুষকে অধিকার সচেতন করে তোলে। উদ্দীপকটি কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক) চাষার দুক্ষু

খ) বিড়াল

গ) মাসি-পিসি

ঘ) আমার পথ

সঠিক উত্তর : ক) চাষার দুক্ষু

৪৪. চাষিদের অন্ন-বস্ত্র না জোটার কারণ হিসাবে বিবেচ্য কোনটি?

ক) শোষণ

খ) শাষণ

গ) অসচেতনতা

ঘ) অলসতা

সঠিক উত্তর: ক) শোষণ

৪৫. সমুদ্রের জলে চাল ধোয়ার মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

ক) অসচেতনতা

খ) অজ্ঞতা

গ) দরিদ্রতা

ঘ) সংস্কৃতি রক্ষা

সঠিক উত্তর : গ) দরিদ্রতা

৪৬. ভারতবাসীর অসভ্য-বর্বর থাকা বলতে বোঝানো হয়েছে-

র) অশিক্ষিত থাকা

রর) অসামাজিক থাকা

ররর) আধুনিকতা থেকে দূরে থাকা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : খ) র ও ররর

৪৭. প্রাবন্ধিক তার রচনায় চাষার দরিদ্রকে প্রাধান্য দিয়েছেন যে কারণে-

র. দুর্দশা লাঘবে

রর. মুক্তির পথ দেখাতে

ররর. সচেতন করতে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : খ) র ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42244 and publish = 1 order by id desc limit 3' at line 1