শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক বিজ্ঞান)

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান

থেকে গুরুত্বপূর্ণ শূন্যস্থান উত্তরসহ দেয়া হলো

শূন্যস্থান পূরণ

৫৭। মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য - প্রয়োজন।

উত্তর : সুস্থ পরিবেশ

৫৮। খাদ্যে কৃত্রিম রঙ ও রাসায়নিক ব্যবহারের ফলে - হয়।

উত্তর : লিভার ও কিডনি অকার্যকর

৫৯। ফরমালিন একটি -।

উত্তর : রাসায়নিক পদার্থ

৬০। খাদ্যের মোট উপাদান -।

উত্তর : ছয়টি

৬১। খাদ্যের প্রধান উপাদান -।

উত্তর : তিনটি

৬২। মাংস ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় - মাস।

উত্তর : ৫-৬

৬৩। শর্করা দেহে - জোগান দেয়।

উত্তর : তাপশক্তি

৬৪। মোরব্বা রোদে শুকিয়ে - করা হয়।

উত্তর : সংরক্ষণ

৬৫। ফ্রুট লুপস তৈরি করা হয় - জন্য।

উত্তর: শিশুদের

৬৬। কৃত্রিম রঙ ও - ব্যবহারের ফলে কিডনি ও লিভার অকার্যকর হয়।

উত্তর : রাসায়নিক পদার্থ

৬৭। আলু, পেঁয়াজ, গাজর হিমাগারে - করা যায়।

উত্তর : সংরক্ষণ

৬৮। যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে - রোগ বলে।

উত্তর : পানিবাহিত

৬৯। যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে - রোগ বলে।

উত্তর : বায়ুবাহিত

৭০। স্ত্রী - মশা ডেঙ্গু জীবাণুর বাহক।

উত্তর : এডিস

৭১। রোগজীবাণু বহনকারী স্ত্রী - মশার কামড়ে ম্যালেরিয়া হয়।

উত্তর : অ্যানোফিলিস

৭২। একবার তৈরি স্যালাইন - ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।

উত্তর : ছয়

৭৩। মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর - ঘটে।

উত্তর : বংশ বৃদ্ধি

৭৪। রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার

কারণে - হয়।

উত্তর : জন্ডিস

৭৫। গ্রামের চেয়ে শহরেই - রোগটি বেশি হয়।

উত্তর : টাইফয়েড

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<43962 and publish = 1 order by id desc limit 3' at line 1