logo
রোববার ১৮ আগস্ট, ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০  

শাবিপ্রবিতে আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন

শাবিপ্রবিতে আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন
প্রথমবারের মতো আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মেলনের কনভেনর ও স্কুল অব অ্যাপস্নাইড সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এ এম এম মোকাদ্দেস এবং সম্মেলনের সদস্য সচিব ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম। লিখিত বক্তব্যে অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম বলেন, আগামীকাল ৬ এপ্রিল ভারতের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ১৬ জন উপাচার্য/আচার্য এবং বাংলাদেশের ৮ জন উপাচার্যদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো 'আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন' আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সম্মেলনের 'দ্যা কনভেনশন' সেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শাবি উপাচার্য।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে