বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০
অপুষ্টির প্রধান কারণ-

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান

থেকে গুরুত্বপূর্ণ শূন্যস্থান উত্তরসহ দেয়া হলো

৭৭। কৃমি - প্রধান কারণ।

উত্তর : অপুষ্টির

৭৮। যক্ষ্ণাকে - বা - বলা হয়।

উত্তর : টিবি বা ক্ষয়রোগ

৭৯। - কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।

উত্তর : গোল

৮০। যক্ষ্ণা একটা মারাত্মক বায়ুবাহিত - রোগ।

উত্তর : সংক্রামক

৮১। - নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।

উত্তর : স্ট্রেপটোকক্কাস

৮২। - নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।

উত্তর : এইচআইভি

৮৩। দাদ, খোসপাঁচড়া, বিখাউজ ইত্যাদি - রোগ।

উত্তর : ত্বকের

৮৪। জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের - বলে।

উত্তর : বধির

৮৫। নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের - সমস্যা হতে পারে।

উত্তর : সাইনাসের

৮৬। খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে - ডিম দেহের ভেতরে প্রবেশ করে।

উত্তর : কৃমির

৮৭। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর দেহ থেকে - ও - বেরিয়ে যায়।

উত্তর : পানি ও লবণ

\হ

৮৮। আমাদের বেঁচে থাকার জন্য- অবশ্যই প্রয়োজনীয়।

উত্তর : পানি

৮৯। সূর্যের তাপে পানি - পরিণত হয়।

উত্তর : জলীয় বাষ্পে

৯০। মেঘ আসলে ছোট ছোট - মিলে তৈরি হয়।

উত্তর : পানিকণা

৯১। পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানি - হবে।

উত্তর : ফোটাতে

৯২। উদ্ভিদ মাটি থেকে পানি ও - শোষণ করে।

উত্তর : পুষ্টি উপাদান

৯৩। খাদ্য গ্রহণের পর - খাদ্যকে তার উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে।

উত্তর : পানি

৯৪। সূর্যতাপ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে - পরিণত করে।

উত্তর : জলীয় বাষ্পে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<44124 and publish = 1 order by id desc limit 3' at line 1