logo
রোববার ১৮ আগস্ট, ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০  

ঢাবিতে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

ঢাবিতে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫০তম আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ এপ্রিল দুদিনব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাবি অ্যাথলেটিক্স কমিটির সভাপতি প্রফেসর ড. মো. নিজামুল হক ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ডাকসুর নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক ও আন্তর্জাতিক সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের কমকর্তারা এবং বিপুল সংখ্যক প্রতিযোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ক্রীড়াবিদদের মার্চ পাস্ট ও প্রধান অতিথি কর্তৃক সালাম গ্রহণ, বেলুন-ফেস্টুন উড্ডয়ন, অলিম্পিক মশাল প্রজ্বলন এবং খেলোয়াড়দের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলের শিক্ষার্থীরা ২৯টি ইভেন্টে অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড.

মুহাম্মদ সামাদ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে