শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

জিনাত বিনতে জামান প্রভাষক, ঢাকা কলেজ
  ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

২. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক) ৪০০

খ) ৪০০০

গ) ৩০০

ঘ) ১৪০০

সঠিক উত্তর : ক) ৪০০

৩. নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইফনিটকে কী বলে?

ক) নেফ্রন

খ) থাইমাস

গ) স্পাইনাল কর্ড

ঘ) নিউরন

সঠিক উত্তর : ঘ) নিউরন

৪. রক্তে হিমোগেস্নাবিনের কাজ কি?

ক) অক্সিজেন পরিবহন করা

খ) রোগপ্রতিরোধ করা

গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

ঘ) সবগুলো

সঠিক উত্তর : ক) অক্সিজেন পরিবহন করা

৫. কোনটি বায়ুর উপাদান নয়?

ক) নাইট্রোজেন

খ) হাইড্রোজেন

গ) কার্বন

ঘ) ফসফরাস

সঠিক উত্তর : ঘ) ফসফরাস

৬. কোন বিজ্ঞানী রোগ-জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

ক) ডারউইন

খ) লিউয়েন হুক

গ) লুই পাস্তুর

ঘ) রবার্ট হুক

সঠিক উত্তর : গ) লুই পাস্তুর

৭. এক কুইন্টালে কত কেজি?

ক) ১০০

খ) ১০০০

গ) ১০

ঘ) ৫০

সঠিক উত্তর : ক) ১০০

৮. পারমাণবিক চুলিস্নতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

ক) সোডিয়াম

খ) পটাসিয়াম

গ) ম্যাগনেসিয়াম

ঘ) আয়রন

সঠিক উত্তর : ক) সোডিয়াম

৯. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

ক) অপবর্তনের কারণে

খ) আলোর বিচ্ছুরণের কারণে

গ) বায়ুমন্ডলীয় প্রতিসরণে

ঘ) দৃষ্টিভ্রমে

সঠিক উত্তর : গ) বায়ুমন্ডলীয় প্রতিসরণে

১০.নিচের কোনটি ভিডিও ফাইল?

ক) :ীঃ

খ) লঢ়ম

গ) বীঃ

ঘ) সঢ়ম

সঠিক উত্তর : ঘ) সঢ়ম

১১. সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র কোনটি?

ক) ক্রনোমিটার

খ) কম্পাস

গ) সিসমোগ্রাফ

ঘ) হাইগ্রোমিটার

সঠিক উত্তর : ক) ক্রনোমিটার

১২. নাড়ির স্পন্দন প্রবাহিত হয়-

ক) শিরার ভেতর দিয়ে

খ) স্নায়ুর ভেতর দিয়ে

গ) ধমনির ভেতর দিয়ে

ঘ) লসিকার ভেতর দিয়ে

সঠিক উত্তর : গ) ধমনির ভেতর দিয়ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45327 and publish = 1 order by id desc limit 3' at line 1