বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনী ইউনিভার্সিটির রোবোটিক্স কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

১২ এপ্রিল ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইন্টারনেট অব থিকংস (আইওটি) ও রোবোটিক্স শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট মৎস্যবিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক। কর্মশালায় ফেনী, নোয়াখালী, লক্ষ্ণীপুর, কুমিলস্না ও চট্টগ্রাম অঞ্চলের ২৬টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজের সাড়ে পাঁচশ' শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষণ দেন ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শামসুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির সভাপতি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহ-সভাপতি ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ রোবোটিক্স ফাউন্ডেশনের রিচার্স অ্যান্ড ডেপেলপমেন্ট ম্যানেজার মো. আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইওটি ও রোবোটিক্স শীর্ষক জাতীয় কর্মশালার আহ্বায়ক ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাঈদ হোসেন পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাবেদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45330 and publish = 1 order by id desc limit 3' at line 1