শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০
সোমপুর মহাবিহার

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ শূন্যস্থান উত্তরসহ দেয়া হলো

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন : ৩০. ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে - এ দেশ শাসন করে।

উত্তর : ১৮৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত

প্রশ্ন : ৩১. - শাসনামলে বাংলায় নবজাগরণ ঘটে।

উত্তর : ইংরেজ শাসনামলে (উনিশ শতকে)

প্রশ্ন : ৩২. বাঁশের কেলস্না - নির্মাণ করেন।

উত্তর : তিতুমীর

প্রশ্ন : ৩৩. প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম -।

উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ

প্রশ্ন : ৩৪. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল -।

উত্তর : ভারতবর্ষকে স্বাধীন করা

প্রশ্ন : ৩৫. ১৮৫৭ সালে সিপাহিদের নেতৃত্বে - প্রথম বিদ্রোহ সংঘটিত হয়।

উত্তর : ব্যারাকপুরে

প্রশ্ন : ৩৬. - ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়।

উত্তর : সিপাহি বিদ্রোহের

প্রশ্ন : ৩৭. ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়-।

উত্তর : ১৮৮৫ সালে

প্রশ্ন : ৩৮ . ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয় -।

উত্তর : বাংলার জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য

প্রশ্ন : ৩৯ . বঙ্গভঙ্গ রদ করা হয় -।

উত্তর : ১৯১১ সালে

তৃতীয় অধ্যায়

প্রশ্ন : ৪০ . পুন্ড্রনগর - প্রতিষ্ঠিত হয়েছিল।

উত্তর : মৌর্য আমলে

প্রশ্ন : ৪১ . মহাস্থানগড় অবস্থিত -।

উত্তর : বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে

প্রশ্ন : ৪২ . বাংলার প্রাচীনতম শিলালিপি -।

উত্তর : 'ব্রাহ্মী শিলালিপি'

প্রশ্ন : ৪৩ . 'সোমপুর মহাবিহার' নির্মিত হয় -।

উত্তর : রাজা ধর্মপালের শাসনামলে

প্রশ্ন : ৪৪ . ময়নামতি - অবস্থিত।

উত্তর : কুমিলস্না শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে

প্রশ্ন : ৪৫ . সোনারগাঁ বাংলার রাজধানী ছিল -।

উত্তর : মধ্যযুগে মুসলিম শাসনামলে

প্রশ্ন : ৪৬ . লোকশিল্প জাদুঘর - অবস্থিত।

উত্তর : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে

প্রশ্ন : ৪৭ . লোকশিল্প জাদুঘর - প্রতিষ্ঠা করেন।

উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদিন

প্রশ্ন : ৪৮ . লালবাগ দুর্গ - অবস্থিত।

উত্তর : বর্তমান পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থানে

প্রশ্ন : ৪৯ . লালবাগ দুগের্ - মাজার রয়েছে।

উত্তর : শায়েস্তা খানের কন্যা পরী বিবির

প্রশ্ন : ৫০ . আহসান মঞ্জিল নির্মাণ করেন -।

উত্তর : জমিদার শেখ এনায়েতউলস্নাহ

অধ্যায় ০৪

প্রশ্ন : ৫১ . বাংলাদেশের - ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।

উত্তর : শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ

প্রশ্ন : ৫২ . ২০১১-১২ অর্থবছরে মোট জাতীয় আয়ে কৃষি খাত থেকে পাওয়া যায় শতকরা -।

উত্তর : প্রায় ২০ ভাগ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45481 and publish = 1 order by id desc limit 3' at line 1