বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (রসায়ন দ্বিতীয়পত্র)

প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য রসায়ন দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি অংশের মডেল টেস্ট (উত্তরসহ) দেয়া হলো
অলোক কুমার ঘোষ, প্রভাষক, রসায়ন বিভাগ পাটুল হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, নাটোর। য়
  ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

১. ঝঅঞচ -তে কোন গ্যাসের মোলার আয়তন কত হবে?

ক. ২২.৪খ খ. ৪২.২খ.

গ. ২২.৭৯খ ঘ. ২৪.৭৮৯ খ

সঠিক উত্তর : ঘ. ২৪.৭৮৯ খ

২. ১৭প তাপমাত্রায় এক মোল ঘ২-এর গতিশক্তি কত?

ক. ৩৬০৬.৫৯ ল খ. ৩৬১৬.৫৯ ল

গ. ৫৯৩৬.১৬ ল ঘ. ৫৯১৬.৭৮ ল

সঠিক উত্তর : খ. ৩৬১৬.৫৯ ল

৩. ঈঙ-এর সহনীয় মাত্রা কত?

ক. ৪০ ঢ়ঢ়স খ. ১০০ঢ়ঢ়স

গ. ৫০০ঢ়ঢ়স ঘ. ১০০০ঢ়ঢ়স

সঠিক উত্তর : ক. ৪০ ঢ়ঢ়স

৪. কোন ধরনের দূষক পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস করে?

ক. অজৈব দূষক খ. তেজস্ক্রিয় দূষক

গ. জৈব দূষক ঘ. কণা দূষক

সঠিক উত্তর : গ. জৈব দূষক

৫. বায়ুমন্ডলে ঘ২-এর আংশিক চাপ কত?

ক. ১.০০ ধঃস খ. ০.৭৮ ধঃস

গ. ০.২১ ধঃস ঘ. ০.১৪ধঃস

সঠিক উত্তর : খ. ০.৭৮ ধঃস

৬. ঘূর্ণিঝড়ের জন্য দায়ী উপাদান কোনটি?

র. বায়ুর চাপ

রর. বায়ুর ঘনত্ব

ররর. তাপমাত্রা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৭. দুটি পেপটাইড বন্ধন কোন বন্ধন দ্বারা যুক্ত?

ক. গাইকোসাইড খ. হাইড্রোজেন

গ. পেপটাইড ঘ. সমযোজী

সঠিক উত্তর : খ. হাইড্রোজেন

৮. নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ?

ক. সাইক্লোহেক্সেন খ. ফিউরান

গ. ন্যাপথালিন ঘ. চাক্রিক প্রোপেন

সঠিক উত্তর : খ. ফিউরান

৯. কোনটি বলয় সক্রিয়কারী?

ক. -ঈষ খ. -ঈঘ

গ. -ঈঐঙ ঘ. -ঈঐ৩

সঠিক উত্তর : ঘ. -ঈঐ৩

১০. নাইট্রাইল কার্যকরী মূলকের সংকেত কোনটি?

ক. -ঈঘঝ খ. -ঘঙ২.

গ. -ঈঘ ঘ. -ঝঈঘ

সঠিক উত্তর : গ. -ঈঘ

১১. ন্যাপথালিন যৌগে ইলেকট্রনের সংখ্যা কত?

ক. ২ খ. ৬

গ. ১০ ঘ. ১৪

সঠিক উত্তর : গ. ১০

১২. কার্বলিক এসিড বলে-

ক. বেনজাইল অ্যালকোহল কে

খ. হাইড্রোক্সি বেনজিন কে

গ. ক্রেসল কে

ঘ. মিথক্সি বেনজিন কে

সঠিক উত্তর : খ. হাইড্রোক্সি বেনজিন কে

১৩. এস্টারের অম্স্নীয় আর্দ্র বিশ্লেষণে কী উৎপন্ন হয়?

ক. জৈব এসিড খ. অ্যালডিহাইড

গ. অ্যামাইড ঘ. এনহাইড্রাইড

সঠিক উত্তর : ক. জৈব এসিড

১৪. গ্রিগনার্ড বিকারক +জঈঐঙ ম ঢ.

ঢ কী?

ক. প্রাইমারি অ্যালকোহল

খ. সেকেন্ডারি অ্যালকোহল

গ. টারশিয়ারি অ্যালকোহল

ঘ. জৈব এসিড

সঠিক উত্তর : খ. সেকেন্ডারি অ্যালকোহল

১৫. জ্যামিতি সমানুতার ক্ষেত্রে-

র. দ্বি- বন্ধনযুক্ত যৌগ হতে হবে

রর.পরস্পর এনানশিওমার

ররর. উভয়ই টক দধিতে পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রও ররর.

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১৬. জৈব যৌগের কার্যকর মূলক শনাক্তকরণে বর্ণালীমিতির সর্বোত্তম পদ্ধতি কোনটি?

ক. টঠ খ. ওজ

গ. ঘগঊ. ঘ. গঅঝঝ

সঠিক উত্তর : খ. ওজ

১৭. নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক?

ক. -ঈঐঙ খ. -ঈঘ

গ. -ইৎ ঘ. -ঘঙ২

সঠিক উত্তর : গ. -ইৎ

১৮. ঢ়ঢ়স =কত?

ক. ১ সম/ খ খ. ১সম/ সখ.

গ. ১ম/খ. ঘ. ১শম/খ

সঠিক উত্তর : ক. ১ সম/ খ

১৯. ৫% ঘধঙঐ এর ১০০০ সষ দ্রবণে কত গ্রাম ঘধঙঐ থাকে?

ক. ৫ম খ. ২৫ম

গ. ৪০ম ঘ. ৫০ম

সঠিক উত্তর : ঘ. ৫০ম

২০. কোনটি সেমি মোলার দ্রবণ?

ক. ০.০১ গ খ. ০.০৫ গ

গ. ০.১ গ ঘ. ০.৫গ

সঠিক উত্তর : ঘ. ০.৫গ

২১. দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক কী?

র. শতকরা হার

রর. পিপিএম

ররর. মোলারিটি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২২. কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার?

ক. ক্যালোমেল খ. গ্যাস তড়িৎদ্বার

গ. হাইড্রোজেন ঘ. জারণ - বিজারণ

সঠিক উত্তর : গ. হাইড্রোজেন

২৩. নিচে সবচেয়ে কম সক্রিয় ধাতু কোনটি?

ক. গোল্ড খ. পস্নাটিনাম

গ. সিলভার ঘ. ক্রোমিয়াম

সঠিক উত্তর : ক. গোল্ড

২৪. অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ-

ক. চামড়াশিল্পে খ. সিমেন্টশিল্পে

গ. কাচশিল্পে ঘ. কাগজশিল্পে

সঠিক উত্তর : গ. কাচশিল্পে

২৫. ঊঞচ দিয়ে কী করা হয়?

ক. বায়ুদূষণ রোধ করা হয়

খ. শিল্পে উৎপাদন বৃদ্ধি করা হয়

গ. বর্জ্য পানি পরিশোধন করা হয়

ঘ. এসিড বৃষ্টি রোধ করা হয়।

সঠিক উত্তর : গ. বর্জ্য পানি পরিশোধন করা হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46574 and publish = 1 order by id desc limit 3' at line 1