শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র)

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
  ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি অংশের মডেল টেস্ট দেয়া হলো

মান : ৩০, সময় : ৩০ মিনিট

[সব প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান-১।]

\হ

১। 'করপোরেশন ফিন্যান্স' বইটি কখন প্রকাশিত হয়?

ক. ১৮৯০ সালে খ. ১৮৯৭ সালে

গ. ১৯৫২ সালে ঘ. ১৯৬০ সালে

২। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো-

র. মুনাফা অর্জন

রর. পণ্য উৎপাদন ও বিক্রয়

ররর. সম্পদ সর্বাধিকরণ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

৩। প্রতাপবাবু তার দোকানে প্রথমে ৩ ধরনের সাবান রাখতেন। তবে বর্তমানে ক্রেতার চাহিদা পূরণ করতে তিনি ১০ ধরনের সাবান রাখা শুরু করলেন। এখন তিনি তার ব্যবসা থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করছেন। তিনি ব্যবসায়ের কোন নীতি অনুসরণ করছেন?

ক. তারল্য ও মুনাফা নীতি

খ. বৈচিত্র্যায়ন নীতি

গ. ঝুঁকি বণ্টন নীতি

ঘ. উপযুক্ততার নীতি

৪। ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. বিপরীত ঘ. সম্পর্ক নেই

৫। নিচের কোনটি মুদ্রাবাজার উপাদান বহির্ভূত?

ক. বন্ড খ. ট্রেজারি বিল

গ. বাণিজ্যিক পত্র ঘ. পুনঃক্রয় চুক্তি

৬। ওচঙ-এর পূর্ণরূপ কী?

ক. ওহরঃরধষ চৎরাধঃব ঙভভবৎরহম

খ. ওহরঃরধষ চঁনষরপ ঙভভবৎরহম

গ. ওহঃবৎহধষ চঁনষরপ ঙভভবৎ

ঘ. ওহঃবৎহধষ চঁনষরপ ঙভভবহপব

৭। অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে-

র. সর্বসম্মতিক্রমে

রর. বাধ্যতামূলকভাবে

ররর. বিজ্ঞপ্তির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

৮। মাসুদ বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করেন। তিনি এই ব্যবসায়ের জন্য একটি লাইসেন্স সংগ্রহ করেন। তিনি একটি নির্দিষ্ট হারে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করেন। মাসুদ কী হিসেবে কাজ করেন।

ক. সংগ্রহকারী খ. ব্রোকার

গ. অনুমোদিত ডিলার ঘ. লেনদেনকারী

৯। বার্ষিক ১০% সুদে ১২১৩৫ টাকার ৬ বছরের মূল্য কত?

ক. ২১৪৯০ টাকা খ. ২১৫৮০ টাকা

গ. ২১৪৯৮ টাকা ঘ. ২২৪৩০ টাকা

১০। সময় রেখা দ্বারা কী নির্ধারণ করা হয়?

ক. আয় খ. ব্যয়

গ. সম্পদ ঘ. অর্থের সময়মূল্য

১১। বাট্টার হার বাড়লে বর্তমান মূল্যের কী পরিবর্তন হবে?

ক. কমবে খ. দ্বিগুণ হবে

গ. অপরিবর্তিত হবে ঘ. অর্ধেক হবে

১২। পরিচালন কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকে-

র. চলতি সম্পদের পরিবর্তন

রর. চলতি দায়ের পরিবর্তন

ররর. অবচয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

১৩। প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হয়-

ক. নগদ প্রবাহ বিবরণীতে খ. আয় বিবরণীতে

গ. আর্থিক বিবরণীতে ঘ. উদ্বৃত্তপত্রে

১৪। স্থির ব্যয় ২০০০০ টাকা ও কন্ট্রিবিউশন মার্জিন ৪০ টাকা হলে ইঊচ (একক) কত হবে?

ক. ২০০ একক খ. ৪০০ একক

গ. ৫০০ একক ঘ. ৬০০ একক

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46875 and publish = 1 order by id desc limit 3' at line 1