শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

অল্প বিরতি বোঝাতে বসেÑ
সুভাষ হালদার, সিনিয়র সহকারী শিক্ষক আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ২৩ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৩ জুন ২০১৮, ১২:১৩

প্রিয় শিক্ষাথীর্রা, আজ তোমাদের জন্য বাংলা ব্যাকরণ অংশ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

৩০। ব্যঞ্জনবণের্র ফলা চিহ্ন কয়টি?

ক) ২টি

খ) ৪টি

গ) ৬টি

ঘ) ৮টি।

সঠিক উত্তর : গ) ৬টি

৩১। মুখে মধু অন্তরে বিষÑ বাক্যে মুখ শব্দটি কী অথের্ ব্যবহৃত হয়েছে?

ক) কথা

খ) সাহস

গ) সংযত

ঘ) ক্ষমতা।

সঠিক উত্তর : ক) কথা

৩২। একটি সাথর্ক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পঁাচ

সঠিক উত্তর : ক) দুই

৩৩। আমার জ্বর জ্বর বোধ হচ্ছেÑ এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হচ্ছে।

ক) আধিক্য

খ) সামান্য

গ) অতিশয্যা

ঘ) ধারাবাহিকতা

সঠিক উত্তর : খ) সামান্য

৩৪। আমার সন্তান যেন থাকে দুধে ভাতেÑ এখানে দুধে ভাতে কী অথের্ ব্যবহৃত হয়েছে?

ক) গভীর মমত্ববোধ

খ) একমাত্র সন্তান

গ) সুখে থাকা

ঘ) দলভুক্ত

সঠিক উত্তর : গ) সুখে থাকা

৩৫। বাক্যে অল্প বিরতি বোঝাতে কোন চিহ্ন বসে?

ক) প্রশ্নবোধক

খ) দঁাড়ি

গ) বিস্ময়কর চিহ্ন

ঘ) কমা।

সঠিক উত্তর : ঘ) কমা।

৩৬। প্রযোজক ক্রিয়ার উদাহরণ আছে নিচের কোন বাক্যে?

ক) সে পাস করে গেল

খ) স্বপন চিঠি লিখছে

গ) সাপুড়ে সাপ খেলায়

ঘ) আমি বাড়ি গিয়ে খাব

সঠিক উত্তর : গ) সাপুড়ে সাপ খেলায়

৩৭। নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

ক) দিগন্ত

খ) রাজষির্

গ) মহীন্দ্র

ঘ) পরমাণু

সঠিক উত্তর : ক) দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে