বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ০৭ মে ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য গণিত থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

দশম অধ্যায়

১। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?

উত্তর: চতুর্ভুজ

২। চতুর্ভুজের কয়টি বাহু আছে?

উত্তর: চারটি

৩। চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে?

উত্তর: চারটি

৪। চতুর্ভুজের কর্ণ কয়টি?

উত্তর: ২টি

৫। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কী বলে?

উত্তর: সামান্তরিক

৬। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?

উত্তর: সমান ও সমান্তরাল

৭। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে?

উত্তর: সমদ্বিখন্ডিত করে

৮। সামান্তরিকের বিপরীত কোণগুলো কেমন?

উত্তর: সমান

৯। সামান্তরিকের কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে কী হয়?

উত্তর: সমদ্বিখন্ডিত হয়

১০। যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?

উত্তর : রম্বস

১১। রম্বসের বাহুগুলো কেমন?

উত্তর: সমান

১২। রম্বসের বিপরীত কোণগুলো কেমন?

উত্তর: সমান

১৩। রম্বসের ও বর্গের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে বা কোন কোণে সমদ্বিখন্ডিত করে?

উত্তর: ৯০ক্ক কোণে বা সমকোণে

১৪। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কী বলে?

উত্তর: আয়ত

১৫। আয়তের ও বর্গের কয়টি কোণ সমকোণ?

উত্তর: ৪টি

১৬। আয়তের প্রত্যেকটি কোণের পরিমাপ কত?

উত্তর: ৯০ক্ক

১৭। সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অপর কয়টি কোণ সমকোণ হয়?

উত্তর: ৩টি

১৮। আয়তের বিপরীত বাহুগুলো কেমন?

উত্তর: সমান

১৯। আয়তের বর্গের কর্ণদ্বয় কেমন?

উত্তর: সমান

২০। আয়তের কর্ণদ্বয় পরস্পরকে কী করে?

উত্তর: সমদ্বিখন্ডিত

২১। যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?

উত্তর: বর্গ

২২। যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ তাকে কী বলে?

উত্তর: বর্গ

২৩। বর্গের কয়টি বাহু সমান?

উত্তর: ৪টি

২৪। বর্গের কয়টি কোণ সমকোণ?

উত্তর: ৪টি

২৫। বর্গের প্রত্যেকটি কোণের পরিমাপ কত?

উত্তর: ৯০ক্ক

২৬। বর্গের কর্ণদ্বয় কেমন?

উত্তর: সমান

২৭। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কী করে?

উত্তর: সমকোণে সমদ্বিখন্ডিত করে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<48219 and publish = 1 order by id desc limit 3' at line 1