মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
  ০৮ মে ২০১৯, ০০:০০
সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে-

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

সন্ধি

১৮. 'দিগন্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. দিগ্‌+অন্ত

খ. দিক+অন্ত

গ. দিগ+অন্ত

ঘ. দিগ+ন্ত

সঠিক উত্তর : খ. দিক+অন্ত

১৯. 'সুবন্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. সুব+অন্ত

খ. সুপ+অন্ত

গ. সুপ+ন্ত

ঘ. সু+পন্ত

সঠিক উত্তর : খ. সুপ+অন্ত

২০. 'উচ্ছ্বাস' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. উত্‌+শ্বাস

খ. উত্‌+ছাস

গ. উত্‌+মাস

ঘ. উত্‌+চ্ছাস

সঠিক উত্তর: ক. উত্‌+শ্বাস

২১. 'সংবাদ'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. সং+বাদ

খ. স+বাদ

গ. সম্‌+বাদ

ঘ. সহি+বাদ

সঠিক উত্তর: গ. সম্‌+বাদ

২২. 'সন্ধি'-এর সন্ধিবিচ্ছেদ কী?

ক. সম্‌+ধি

খ. সম+ধি

গ. সম্‌+ন্ধি

ঘ. সন্‌+ধি

সঠিক উত্তর: ক. সম্‌+ধি

২৩. 'সন্তাপ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. সন্‌+তাপ

খ. সম্‌+তাপ

গ. সং+তাপ

ঘ. সোম+তাপ

সঠিক উত্তর: খ. সম্‌+তাপ

২৪. 'বনস্পতি'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. বনঃ+পতি

খ. বনস্‌+পতি

গ. বন+পতি

ঘ. বন+স্পতি

সঠিক উত্তর: গ. বন+পতি

শব্দ ও পদ

১। বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে, তাকে কী বলে?

ক. শব্দ বিভক্তি

খ. নাম বিভক্তি

গ. বিভক্তি

ঘ. প্রযোজ্য কর্তা

সঠিক উত্তর : গ. বিভক্তি

২। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে- এই বাক্যের কোন পদে শূন্য বিভক্তি?

ক. উঠেছে খ. আকাশে

গ. সন্ধ্যায় ঘ. চাঁদ

সঠিক উত্তর: ঘ. চাঁদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<48338 and publish = 1 order by id desc limit 3' at line 1