শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
৭ম শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয় পত্র

'কারখানা' শব্দটির 'কার' কোন উপসর্গ?
তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
  ১৩ মে ২০১৯, ০০:০০

শব্দ গঠন

১৪। উপসর্গের কাজ কী?

ক. নতুন অর্থবোধক শব্দ গঠন করা

খ. নতুন বাক্য গঠন করা

গ. বাক্যকে সৌন্দর্যমন্ডিত করা

ঘ. বাক্যের অলঙ্কার বৃদ্ধি করা

সঠিক উত্তর: ক. নতুন অর্থবোধক শব্দ গঠন করা

১৫। 'নিমরাজি' শব্দটির 'নিম্‌' কোন প্রকার উপসর্গ?

ক. আরবি

খ. ফারসি

গ. সংস্কৃত

ঘ. বাংলা

সঠিক উত্তর: ক. আরবি

১৬। 'নামঞ্জুর' শব্দটির 'না' কোন প্রকার উপসর্গ?

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. আরবি

ঘ. ফারসি

সঠিক উত্তর: ঘ. ফারসি

১৭। 'বরখাস্ত' শব্দটির 'ব' কোন প্রকার উপসর্গ?

ক. বাংলা

খ. তৎসম

গ. ফারসি

ঘ. আরবি

সঠিক উত্তর: গ. ফারসি

১৮। 'গরমিল' শব্দটির 'গ' কোন প্রকার উপসর্গ?

ক. বাংলা

খ. উর্দু

গ. আরবি

ঘ. ফারসি

সঠিক উত্তর: গ. আরবি

১৯। 'কারখানা' শব্দটির 'কার' কোন প্রকার উপসর্গ?

ক. ফারসি

খ. বাংলা

গ. বিদেশি

ঘ. আরবি

সঠিক উত্তর: ক. ফারসি

২০। 'খাসমহল' শব্দটির 'খাস' কোন প্রকার উপসর্গ?

ক. আরবি

খ. ফারসি

গ. বাংলা

ঘ. উর্দু

সঠিক উত্তর: ক. আরবি

২১। নিচের কোন দুটি উপসর্গ খাঁটি বাংলা?

ক. অঘা, পাতি

খ. প্রতি, অতি

গ. আন, অপ

ঘ. ভর, সম্‌

সঠিক উত্তর: ক. অঘা, পাতি

২২। সংস্কৃত উপসর্গ কোনটি?

ক. অঘা

খ. অজ

গ. কদ্‌

ঘ. সম্‌

সঠিক উত্তর: ঘ. সম্‌

২৩। খাঁটি বাংলা উপসর্গ কোনটি?

ক. আব

খ. অনু

গ. অব

ঘ. অতি

সঠিক উত্তর: ক. আব

২৪। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ক. আড়

খ. আপ

গ. সম

ঘ. অব

সঠিক উত্তর: ক. আড়

২৫। খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক. পরাজয়

খ. প্রভাত

গ. নিবারণ

ঘ. ভরপেট

সঠিক উত্তর: ঘ. ভরপেট

২৬। খাঁটি বাংলা উপসর্গ কোনটি?

ক. অনু

খ. উপ

গ. পরা

ঘ. কদ

সঠিক উত্তর: ঘ. কদ

২৭। 'নিলাজ' শব্দটির 'নি' কোন প্রকার উপসর্গ?

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. আরবি

ঘ. ফারসি

সঠিক উত্তর: ক. বাংলা

২৮। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ২১টি

খ. ২২টি

গ. ২৩টি

ঘ. ২৯টি

সঠিক উত্তর: ক. ২১টি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<49121 and publish = 1 order by id desc limit 3' at line 1