শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৪ মে ২০১৯, ০০:০০
ইউরোপীয় বণিকরা

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

প্রথম অধ্যায়

৩৭। ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে এসে কারা এ দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়?

(ক) ইউরোপীয় বণিকরা

(খ) আমেরিকান বণিকরা

(গ) এশীয় বণিকরা

(ঘ) আফ্রিকান বণিকরা

সঠিক উত্তর : (ক) ইউরোপীয় বণিকরা

৩৮। কতসালে বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয়?

(ক) ১৫৫৭ সালে

(খ) ১৬৫৭ সালে

(গ) ১৭৫৭ সালে

(ঘ) ১৭৮০ সালে

সঠিক উত্তর : (গ) ১৭৫৭ সালে

৩৯। ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক অগ্রগতি দেখা যায় -

(র) খনিজ সম্পদ আবিষ্কারের কারণে

(রর) সামুদ্রিক বাণিজ্য বিস্তারের কারণে

(ররর) কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

৪০। বাংলায় ইংরেজদের শাসন পর্বকে কোন যুগ হিসেবে অবহিত করা হয়?

(ক) পরাধীন যুগ

(খ) স্বাধীন যুগ

(গ) গণতান্ত্রিক যুগ

(ঘ) ঔপনিবেশিক যুগ

সঠিক উত্তর : (ঘ) ঔপনিবেশিক যুগ

৪১। উইলিয়াম হেজেজ কর্তৃক ইংল্যান্ড থেকে সৈন্য আনার কারণ ছিল -

(র) দিনেমারদের বাংলা থেকে হটানো

(রর) মোঘল কর্মচারীদের দুর্নীতি রোধ

(ররর) ব্যবসায়িক ক্ষতি রোধ

নিচের কোনটি সঠিক?

(ক) র ও ররর (খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) রর ও ররর

৪২। আসিফ মাত্র ২২ বছর বয়সে একটি অঞ্চলের শাসন ক্ষমতা লাভ করে। তার নানা তাকে সিংহাসনে বসান। আসিফের সঙ্গে মিল বা সাদৃশ্য রয়েছে-

(র) বাংলার শেষ স্বাধীন নবাবের

(রর) মোঘল সম্রাট জাহাঙ্গীরের

(ররর) নবাব সিরাজউদ্দৌলার

নিচের কোনটি সঠিক?

(ক) র ও ররর (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও ররর

৪৩। সেন রাজারা কোন অঞ্চল থেকে এসেছিলেন?

(ক) হায়দরাবাদ (খ) কর্নাটক

(গ) উড়িষ্যা (ঘ) দিলিস্ন

সঠিক উত্তর : (খ) কর্নাটক

৪৪। পাল রাজাদের পতনের পর বাংলার সিংহাসন দখল করে কারা?

(ক) ব্রাহ্মণ সেন রাজারা

(খ) তুর্কিরা

(গ) আফগানরা

(ঘ) কুর্দিরা

সঠিক উত্তর : (ক) ব্রাহ্মণ সেন রাজারা

৪৫। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গুপ্ত রাজারা দখল করে -

(র) সমগ্র উত্তর বাংলা

(রর) দক্ষিণ পূর্ব-বাংলার কিয়দংশ

(ররর) সমগ্র পূর্ব বাংলা

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

৪৬। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয় -

(ক) ব্রিটিশ সেনাপতি

(খ) তুর্কি সেনাপতি

(গ) মোঘল সেনাপতি

(ঘ) আফগান সেনাপতি

সঠিক উত্তর : (খ) তুর্কি সেনাপতি

৪৭। ইকলিম কোন ভাষার শব্দ?

(ক) তুর্কি (খ) উর্দু

(গ) ল্যাটিন (ঘ) ফরাসি

সঠিক উত্তর : (ক) তুকি

৪৮। বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী ছিল?

(ক) ৭৫ বছর

(খ) ১০০ বছর

(গ) ১৫০ বছর

(ঘ) ২০০ বছর

সঠিক উত্তর : (ঘ) ২০০ বছর

৪৯। বাংলার সাধারণ মানুষ চরম অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে -

(র) পাল আমলে

(রর) সেন আমলে

(ররর) সুলতানি আমলে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও রর

৫০। বর্তমানে ঢাকা শহরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মাধ্যমে ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে?

(ক) দেশ ভাগ

(খ) বঙ্গভঙ্গ

(গ) ভারত-পাকিস্তান সৃষ্টি

(ঘ) স্বাধীন বাংলাদেশের অভু্যদয়

সঠিক উত্তর : (খ) বঙ্গভঙ্গ

৫১। ব্রিটিশ শাসনামলে নারী সমাজ পিছিয়ে ছিল কেন?

(ক) সামাজিক অনুশাসনের জন্য

(খ) ব্রিটিশদের কঠোর নীতির জন্য

(গ) ধর্মীয় গোড়ামির জন্য

(ঘ) শিক্ষা গ্রহণে অনাগ্রহের জন্য

সঠিক উত্তর : (ক) সামাজিক অনুশাসনের জন্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<49276 and publish = 1 order by id desc limit 3' at line 1