বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ২২ মে ২০১৯, ০০:০০

প্রশ্ন : দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল?

উত্তর : বিক্রামাদিত্য।

প্রশ্ন : চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন কোন রাজার আমলে?

উত্তর : হর্যবর্ধন।

প্রশ্ন : ভারত বর্ষ থেকে কোন রাজন্য গ্রিকদের বিতাড়িত করেন?

উত্তর : মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত।

প্রশ্ন : চন্দ্রগুপ্ত কোন বংশের রাজাকে পরাজিত করে মগধ্‌ দখল করেন?

উত্তর : নন্দবংশের শেষ রাজাকে।

প্রশ্ন : ইন্ডিকা (ওহফরশধ) নামক বিবরণমূলক গ্রন্থের লেখক কে?

উত্তর : মেগাস্থিনিস।

প্রশ্ন : 'অর্থশাস্ত্র' গ্রন্থটির লেখক কে?

উত্তর : কৌটিল্য।

প্রশ্ন : কৌটিল্য আসলে কে?

উত্তর : চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী চানক্য ও বিষ্ণুগুপ্ত।

প্রশ্ন : মৌর্য সাম্রাট অশোক কার পুত্র?

উত্তর : বিন্দু সারের।

প্রশ্ন : অশোক কলিঙ্গ জয়ে বের হন কত খ্রিস্ট পূর্বাব্দে?

উত্তর : ২৬০ খ্রিস্ট পূর্বাব্দে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50471 and publish = 1 order by id desc limit 3' at line 1