বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৩ মে ২০১৯, ০০:০০
অজান্তার গুহাচিত্র

প্রশ্ন : মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?

উত্তর : পুন্ড্রনগর।

প্রশ্ন : গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত)।

প্রশ্ন : গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?

উত্তর : ৩২০ খ্রিঃ পূর্বাব্দে।

প্রশ্ন : গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল?

উত্তর : দুটি

প্রশ্ন : গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর : সমুদ্রগুপ্ত।

প্রশ্ন : বিক্রমাদিত্য কার উপাধী ছিল?

উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

প্রশ্ন : অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি?

উত্তর : গুপ্তযুগের।

প্রশ্ন : কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো?

উত্তর : সমুদ্রগুপ্তকে।

প্রশ্ন : সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?

উত্তর : ফা-ইয়েন।

প্রশ্ন: ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমণ করেন?

উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

প্রশ্ন: ফা-হিয়েনের ভারত পরিভ্রমণের কারণ কি ছিল?

উত্তর: বৌদ্ধ ধর্মপুস্তক 'বিনায়াপিটক'-এর মূল রচনা সংগ্রহ করা।

প্রশ্ন : ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন?

উত্তর : তিন বছর।

প্রশ্ন : গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন?

উত্তর : স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50638 and publish = 1 order by id desc limit 3' at line 1