শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রায়েরবাজার বধ্যভূমি সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
নতুনধারা
  ২৭ মে ২০১৯, ০০:০০

দ্বিতীয় অধ্যায়

৬৯। কাদেরকে নিয়ে যৌথকমান্ড গঠন করা হয়?

(ক) বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে

(খ) সোভিয়েত সেনবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে

(গ) পাকিস্তান সেনবাহিনী ও চীন সেনাবাহিনীর সমন্বয়ে

(ঘ) সোভিয়েত সেনবাহিনী ও যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনীর সমন্বয়ে

সঠিক উত্তর : (ক) বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে

৭০। ঢাকার রায়ের বাজারে কী অবস্থিত?

(ক) স্মৃতিসৌধ

(খ) বধ্যভূমি

(গ) শহীদ মিনার

(ঘ) ক্যান্টেনমেন্ট

সঠিক উত্তর : (খ) বধ্যভূমি

৭১। মুক্তিযোদ্ধা নৌকমান্ডোগণ যে কারণে সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন-

(র) একদিনে চট্টগ্রাম বন্দরে ২০টি জাহাজ ধ্বংস করে

(রর) একদিনে মংলা বন্দরে ৫০টি জাহাজ ধ্বংস করে

(ররর) একদিনে নারায়ণগঞ্জ বন্দরে ৪০টি জাহাজ ধ্বংস করে।

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর খ) রর

(গ) র ও ররর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

৭২। মুক্তিযুদ্ধের সময় পূর্ব বাংলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল-

(র) রাজাকার বাহিনী

(রর) আলবদর বাহনী

(ররর) মুজিব বাহিনী

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

৭৩। ৭ মার্চের ভাষণের ফলে-

(র) বাঙালিরা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়

(রর) মুক্তির আকাঙ্খা তীব্র হয়

(ররর) হানাদার বাহিনীর সাথে লাড়ই করার প্রেরণা পায়।

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র,রর ও ররর

৭৪। ভারতের কোন শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষকে উজ্জীবিত করেছিলেন?

(ক) মান্না দে

(খ) আশা ভোঁসলে

(গ) রবি শঙ্কর

(ঘ) কিশোর কুমার

সঠিক উত্তর : (গ) রবি শঙ্কর

৭৫। মুক্তিযুদ্ধের সময় এপ্রিল মাসে কোথায় বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া হয়?

(ক) বাংলাদেশে

(খ) ভারতে

(গ) বার্মায়

(ঘ) নেপালে

সঠিক উত্তর : (খ) ভারতে

৭৬। মুক্তিযুদ্ধের সময় গেরিলারা বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। এর কারণ হলো-

(র) সাধারণ মানুষকে ভীত করা

(রর) সামরিক জান্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা

(ররর) পাকিস্তানি সেনা ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও রর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র,রর ও ররর

৭৭। মুজিবনগর সরকারর প্রথম বাংলাদেশ মিশন কোন দেশে স্থাপন করেন?

(ক) লন্ডন/যুক্তরাজ্য

(খ) ফ্রান্স

(গ) রাশিয়া

(ঘ) ভারত

সঠিক উত্তর : (ক) লন্ডন/যুক্তরাজ্য

৭৮। কোন দূতাবাসের কর্মকর্তারা জীবন ও চাকরির মায়া ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যোগ দেন?

(ক) যুক্তরাষ্ট্র

(খ) চীন

(গ) ফ্রান্স

(ঘ) ইতালী

সঠিক উত্তর : (ক) যুক্তরাষ্ট্র

৭৯। এপ্রিলের শুরুতে গণহত্যা বন্ধের জন্য ইয়াইয়াকে চিঠি দেন-

(ক) চীন প্রেসিডেন্ট

(খ) ভারতের প্রধানমন্ত্রী

(গ) সোভিয়েত প্রেসিডেন্ট

(ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রী

সঠিক উত্তর : (গ) সোভিয়েত প্রেসিডেন্ট

৮০। ঢাকার গেরিলা বাহিনী বোমা বিষ্ফোরণ ঘটায় -

(র) বিমান বন্দরে

(রর) ব্যাংক ও টেলিভিশন ভবনে

(ররর) হোটেল শেরাটনে

\হনিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর : (গ) রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51248 and publish = 1 order by id desc limit 3' at line 1