শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

পৃথিবীতে আবিষ্কৃত বহু প্রজাতির প্রাণী-
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১০ জুন ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

প্রথম অধ্যায়

১৬৬। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণীদের দেহ লম্বাটে?

উত্তর : সাইক্লোস্টোমাটা।

১৬৭। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত কয়টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়?

উত্তর : ছয়টি।

১৬৮। কর্ডাটা পর্বের কোন উপপর্বের প্রাণীরা উন্নত?

উত্তর : ভার্টিব্রাটা।

১৬৯। নতুন প্রজাতি শনাক্ত করতে কী অপরিহার্য?

উত্তর : শ্রেণিবিন্যাস।

১৭০। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণীর?

উত্তর : স্তন্যপায়ী।

১৭১। সামনের দুই পা ডানায় ও চোয়াল চঞ্চুতে পরিণত হয় - এটি কোন মেরুদন্ডী শ্রেণির উদাহরণ?

উত্তর : পক্ষীকুল।

১৭২। ভার্টিব্রাটা প্রাণীদের নটোকর্ড কীসে পরিবর্তিত হয়?

উত্তর : শক্ত কশেরুকাযুক্ত মেরুদন্ডে।

১৭৩। সব এককোষী প্রাণীকে কয়টি পর্বে ভাগ করা হয়?

উত্তর : একটি।

১৭৪। বহুকোষী প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়?

উত্তর : নয়টি।

১৭৫। স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে কীসে পরিণত হয়?

উত্তর : মস্তিষ্কে।

১৭৬। মস্তিষ্ক কীসের মধ্যে সুরক্ষিত থাকে?

উত্তর : করোটির।

১৭৭। জলজ ভার্টিব্রাটা কীসের সাহায্যে শ্বসন কাজ চালায়?

উত্তর : ফুলকার।

১৭৮। যে ভার্টিব্রাটা স্থলে বাস করে তারা কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উত্তর : ফুসফুসের।

১৭৯। মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ কী দ্বারা আবৃত থাকে?

উত্তর : ম্যান্টল।

১৮০। যেসব প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা হয় তাকে কী বলে?

উত্তর : অরীয় প্রতিসম প্রাণী।

১৮১। একটি অরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ দাও।

উত্তর : তারামাছ।

১৮২। বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?

\হউত্তর : সিলোম।

১৮৩। দেহ প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে কী বলে?

উত্তর : সিলেন্টেরন।

১৮৪। ভ্রূণের যেসব কোষীয় স্তর থেকে পরে টিসু্য বা অঙ্গ সৃষ্টি হয় তাদের কী বলে?

উত্তর : ভ্রূণস্তর।

১৮৫। আথ্রোপোডা পর্বের ক্ষতিকর পোকাদের কী বলে?

উত্তর : পেস্ট।

১৮৬। প্রাণী শনাক্তকরণের ৬টি ধাপের নাম লিখ।

উত্তর : ১। জগৎ ২। পর্ব

\হ৩। শ্রেণি ৪। বর্গ

\হ৫। গোত্র ৬। গণ

\হ৭। প্রজাতি।

১৮৭। ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত - কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণীর বৈশিষ্ট্য?

উত্তর : উভচর।

১৮৮। কোন পর্বের প্রাণীর দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত?

উত্তর : একাইনোডারমাটা।

১৮৯। পৃথিবীতে মোট কত লাখ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?

উত্তর : ১৫ লাখ

১৯০। কোন পর্বের অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝরনা ইত্যাদিতে দেখা যায়?

উত্তর : নিডারিয়া।

১৯১। মানুষ, কুনো ব্যাঙ ও রুই মাছ কোন পর্বের উদাহরণ?

উত্তর : কর্ডাটা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<52821 and publish = 1 order by id desc limit 3' at line 1