বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ১০ জুন ২০১৯, ০০:০০

প্রশ্ন : ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে?

উত্তর : ইরানে।

প্রশ্ন : দিলিস্নর লাল কেলস্না কে নির্মাণ করেন?

উত্তর : সম্রাট শাহজাহান।

প্রশ্ন : সর্বশেষ মোগল সম্রাট কে?

উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ।

প্রশ্ন : সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় অবস্থিত?

উত্তর : রেঙ্গুনে (ইয়াঙ্গুন), মিয়ানমার।

প্রশ্ন : মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?

উত্তর : শিবাজী।

প্রশ্ন : শিবাজীর তরবারির আঘাতে কার আঙ্গুল কাটা যায়?

উত্তর : শায়েস্তা খানের।

প্রশ্ন : হুসেনী দালান (ইমাম বাড়ি) কে নির্মাণ করেন?

উত্তর : মীর মুরাদ।

প্রশ্ন : ঢাকার সাত গম্বুজ মসজিদ কবে কে, নির্মাণ করেন?

উত্তর : ১৬৮০ সালে, নবাব শায়েস্তা খাঁ।

প্রশ্ন : কোন মুঘল সুবাদার ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন?

উত্তর : ইসলাম খান।

প্রশ্ন : বাংলার বার ভুইয়ার মধ্যে শ্রেষ্ঠ ভুইয়া কে?

উত্তর : ঈসা খান।

প্রশ্ন : কে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন?

উত্তর : মীর জুমলা।

প্রশ্ন : কার রাজত্বকালে মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান নিযুক্ত হন?

উত্তর : আওরঙ্গজেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<52825 and publish = 1 order by id desc limit 3' at line 1