শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১১ জুন ২০১৯, ০০:০০
মিয়োসিস কোষ বিভাজন

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

দ্বিতীয় অধ্যায়

১। জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়?

উত্তর : ৩ ধরনের

২। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে কোন কোষ বিভাজন দেখা যায়?

উত্তর : অ্যামাইটোসিস

৩। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে?

উত্তর : অ্যামাইটোসিস

৪। উন্নত শ্রেণির প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?

উত্তর : মাইটোসিস

৫। জীবের বৃদ্ধি কীসের মাধ্যমে ঘটে?

উত্তর : কোষ বিভাজনের

৬। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়?

উত্তর : অ্যামাইটোসিস

৭। এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে?

উত্তর : অ্যামাইটোসিস

৮। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কী বলা হয়?

উত্তর : প্রত্যক্ষ কোষ বিভাজন

৯। কোন কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়?

উত্তর : মাইটোসিস

১০। মাইটোসিস কোষ বিভাজনে কয়টি অপত্য কোষ সৃষ্টি করে?

উত্তর : দুটি

১১। জনন কোষ উৎপন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে?

উত্তর : মিয়োসিস

১২। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অনুপাত কত?

উত্তর : ১:২

১৩। কোন কোষ বিভাজনকে ইশুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়?

উত্তর : মাইটোসিস

১৪। কোন ধরনের টিসু্য মাইটোসিস কোষ বিভাজন ঘটায়?

উত্তর : ভাজক টিসু্য

১৫। কোন কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়?

উত্তর : মিয়োসিস

১৬। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন কোষ বিভাজনে?

উত্তর : মিয়োসিস

১৭। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে?

উত্তর : উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে

১৮। কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন ও মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য দেখা যায়?

উত্তর : জীবের বংশগতি রক্ষা

১৯। মাইটোসিস কোষ বিভাজনটি কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়?

উত্তর : দুটি

২০। মাইটোসিস কোষ বিভাজনে প্রথম পর্যায়ে কিসের বিভাজন হয়?

উত্তর : নিউক্লিয়াসের

২১। মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়ে কিসের বিভাজন হয়?

উত্তর : সাইটোপস্নাজমের

২২। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

উত্তর : ক্যারিওকাইনেসিস

২৩। সাইটোপস্নাজমের বিভাজনকে কী বলে?

উত্তর : সাইটোকাইনেসিস

২৪। কোন কোষ বিভাজন ধারাবাহিক পদ্ধতি?

উত্তর : মাইটোসিস

২৫। মাইটোসিস বিভাজনের শুরুতে কোষের পূর্ব প্রস্তুতিমূলক কাজকে কী বলে?

উত্তর : ইন্টারফেজ

২৬। ক্যারিওকাইনেসিস পর্যায়কে কয়টি ধাপে বিভক্ত করা হয়?

উত্তর : ৫টি

২৭। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী বা প্রথম ধাপের নাম কী?

উত্তর : প্রোফেজ

২৮। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?

উত্তর : প্রোফেজ

২৯। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙে দিয়ে ক্রোমোজোমের সৃষ্টি হয়?

উত্তর : প্রোফেজ

৩০। দুইটি ক্রোমাটিডের পরস্পর যুক্ত হওয়ার স্থানকে কী বলে?

উত্তর : সেন্ট্রোমিয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<52955 and publish = 1 order by id desc limit 3' at line 1