শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে বৈজ্ঞানিক গবেষণা সম্মেলন

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১১ জুন ২০১৯, ০০:০০

ঢাকা বিশবিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগে ঈওগচঅ (১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন ও নরওয়ে এর অলাভজনক সংগঠন)-এর উদ্যোগে উুহধসরপধষ ঝুংঃবসং ধহফ রঃং অঢ়ঢ়ষরপধঃরড়হং :ড় ইরড়ষড়মু শিরোনামে গণিতবিষয়ক ঝপরবহঃরভরপ জবংবধৎপয ঝপযড়ড়ষ অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন সোমবার সকাল ১০টায় গণিত বিভাগের এ এফ মজিবুর রহমান গণিত ভবনে ঈওগচঅ জবংবধৎপয ঝপযড়ড়ষ-এর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত গৎং. গধৎরব অহহরপশ ইঙটজউওঘ ও এ এফ মজিবুর রহমানের ফাউন্ডেশন ট্রাস্টি এম নুরুল আলম। বাংলাদেশে এ ধরনের জবংবধৎপয ঝপযড়ড়ষ এই প্রথম। ব্রাজিল, জার্মনি, ফ্রান্স, স্পেন ও অস্ট্রিয়ার ৭ জন আন্তর্জাতিক গণিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওই স্কুল পরিচালিত হবে।

২১ জুন বিকেল ৩টায় গণিত বিভাগের এ এফ মজিবুর রহমান গণিত ভবনে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুলস্নাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ছামাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী ও এ এফ মজিবুর রহমানের ফাউন্ডেশন ট্রাস্টি অধ্যাপক ড.পারভিন হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<52960 and publish = 1 order by id desc limit 3' at line 1