বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
  ১২ জুন ২০১৯, ০০:০০
সিপাহি বিদ্রোহ

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায়-১

১. সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল?

ক. ১৮৪৭

খ. ১৮৫৭

গ. ১৮৮৫

ঘ. ১৯১৭

সঠিক উত্তর : খ. ১৮৫৭

২. ইংরেজদের বিরুদ্ধে সাঁওতালদের বিজয়ের দিন কোনটি?

ক. ১৪ জুলাই

খ. ১৫ জুলাই

গ. ১৬ জুলাই

ঘ. ১৮ জুলাই

সঠিক উত্তর : গ. ১৬ জুলাই

৩. সাঁওতাল বিদ্রোহের সময় ইংরেজ বাহিনীর সেনাপতি কে ছিলেন?

ক. লর্ড ক্লাইভ

খ. মেজর বারোজ

গ. মেজর স্টুয়ার্ট

ঘ. লর্ড মিন্টো

সঠিক উত্তর : খ. মেজর বারোজ

৪. সাঁওতাল বিদ্রোহের সময় ইংরেজ বড়লাট কে ছিলেন?

ক. লর্ড ক্লাইভ

খ. লর্ড ডালহৌসি

গ. লর্ড কর্নওয়ালিশ

ঘ. লর্ড মিন্টো

সঠিক উত্তর : খ. লর্ড ডালহৌসি

৫. ইতিহাসবিদ সুপ্রকাশ রায়ের মতে বাংলার কৃষক বিদ্রোহগুলোর মধ্যে প্রধান কোনটি?

ক. কৈবর্ত বিদ্রোহ

খ. সাঁওতাল বিদ্রোহ

গ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ

ঘ. নীল বিদ্রোহ

সঠিক উত্তর : গ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ

৬. ইংরেজদের বিরুদ্ধে সারা ভারতের স্বাধীনতার জন্য প্রথম বিদ্রোহ কোনটি?

ক. নীল বিদ্রোহ

খ. সাঁওতাল বিদ্রোহ

গ. সিপাহি বিদ্রোহ

ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ

সঠিক উত্তর : গ. সিপাহি বিদ্রোহ

৭. দীনবন্ধু মিত্র কে ছিলেন?

ক. ঐতিহাসিক

খ. পর্যটক

গ. বিদ্রোহী নেতা

ঘ. নাট্যকার

সঠিক উত্তর : ঘ. নাট্যকার

৮. সিপাহি বিদ্রোহের মূল সুর কী ছিল?

ক. বাংলাদেশের স্বাধীনতা

খ. অখন্ড ভারতের স্বাধীনতা

গ. শোষণ থেকে মুক্তি

ঘ. সামরিক শক্তি প্রতিষ্ঠা

সঠিক উত্তর : খ. অখন্ড ভারতের স্বাধীনতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53109 and publish = 1 order by id desc limit 3' at line 1