শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ১৩ জুন ২০১৯, ০০:০০

প্রশ্ন : শায়েস্তা খাঁ মোট কত বছর বাংলায় থাকেন?

উত্তর : মোট ২৪ বছর।

প্রশ্ন : শায়েস্তা খাঁ ঢাকায় কোথায় থাকতেন?

উত্তর : মিডফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে, বুড়িগঙ্গার তীরে।

প্রশ্ন : কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?

উত্তর : ১৬১০ সালে।

প্রশ্ন : কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়?

উত্তর : যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে।

প্রশ্ন : শাহ মোহম্মদ আজম কে ছিলেন?

উত্তর : সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।

প্রশ্ন : শাহ মোহম্মদ আজম কোন সালে লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন?

উত্তর : ১৬৭৮ সালে।

প্রশ্ন : শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেলস্নার নামকরণ করেন?

উত্তর : কিলস্না আওরঙ্গবাদ।

প্রশ্ন : লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য কত?

উত্তর : পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।

প্রশ্ন : কাদের রাজত্বকালে বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরি হত?

উত্তর : মুঘল আমলে।

প্রশ্ন : ঈসা খানের রাজধানী কোথায় ছিল?

উত্তর : সোনারগাঁয়ে।

প্রশ্ন : রাজস্ব আদায়ের জন্য কে ইজারাদারি প্রথা প্রবর্তন করেন?

উত্তর : মুর্শিদকুলি খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53260 and publish = 1 order by id desc limit 3' at line 1