শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১৬ জুন ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

দ্বিতীয় অধ্যায়

৭৭। যে ফলের ফলত্মক পুরু এবং রসাল তাকে কী বলে?

উত্তর : রসাল ফল

৭৮। আম, জাম, কলা ইত্যাদি কোন ধরনের ফল?

উত্তর : রসাল

৭৯। শিম, ঢেঁড়স ও সরিষা কোন ধরনের ফল?

উত্তর : নীরস ফল

৮০। একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে কী বলে?

উত্তর : যৌগিক ফল

৮১। একটি ফুলে যখন অনেক গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোঁটার ওপর গুচ্ছাকারে থাকে তখন তাকে কী বলে?

উত্তর : গুচ্ছ ফুল

৮২। চম্পা, নয়নতারা ও আকন্দ কোন ধরনের ফল?

উত্তর : গুচ্ছ ফল

৮৩। আনারস ও কাঁঠাল কোন ধরনের ফল?

উত্তর : যৌগিক ফল

৮৪। বীজের সুঁচাল অংশের কাছে ছিদ্রকে কী বলে?

উত্তর : মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র

৮৫। মাইক্রোপাইলের নিচের দিকের অংশকে কী বলে?

উত্তর : ভ্রূণমূল

৮৬। মাইক্রোপাইলের উপরের দিকের অংশকে

কী বলে?

উত্তর : ভ্রণকান্ড

৮৭। ভ্রূণকান্ডের নিচের অংশকে কী বলে?

উত্তর : বীজপত্রাধিকান্ড বা এপিকোটাইল

৮৮। ভ্রূণমুকুলের উপরের অংশকে কী বলে?

উত্তর : বীজপত্রাবকান্ড বা হাইপোকোটাইল

৮৯। ভ্রূণমূল, ভ্রূণকান্ড ও বীজপত্রকে একত্রে কী বলে?

উত্তর : ভ্রূণ

৯০। ভ্রূণমূল, ভ্রূণকান্ড ও বীজপত্রের বাইরের আবরণকে কী বলে?

উত্তর : বীজত্মক

৯১। বীজত্মক কয় স্তরবিশিষ্ট?

উত্তর : ২ স্তরবিশিষ্ট

৯২। বীজত্মকের বাইরের অংশকে কী বলে?

উত্তর : টেষ্টা

৯৩। বীজত্মকের ভেতরের স্তরকে কী বলে?

উত্তর : টেগমেন

৯৪। বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

উত্তর : অঙ্কুরোদ্গম

৯৫। অঙ্কুরোদ্গম প্রধানত কত প্রকার?

উত্তর : ২ প্রকার

৯৬। যথাযথভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য কী কী প্রয়োজন?

উত্তর : প্রয়োজনীয় পানি, তাপ ও অক্সিজেন

৯৭। যখন ভ্রূণকান্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভেতরে থেকে যায় তখন তাকে কী বলে?

উত্তর : মৃদ্গত অঙ্কুরোদ্গম

৯৮। যখন বীজপত্রসহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে কী বলে?

উত্তর : মৃদভেদী অঙ্কুরোদ্গম

৯৯। ছোলা ও ধানের বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায়?

উত্তর : মৃদ্গত অঙ্কুরোদ্গম

১০০। কুমড়া, রেড়ী ও তেঁতুলের বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়?

উত্তর : মৃদভেদী অঙ্কুরোদ্গম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53710 and publish = 1 order by id desc limit 3' at line 1