শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ জুন ২০১৯, ০০:০০

প্রশ্ন : কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উত্তর : ব্যাকরণবিদ পানিনির হাতে।

প্রশ্ন : সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উত্তর : খ্রিস্টপূর্ব ৪০০ দিকে।

প্রশ্ন : কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?

উত্তর : খ্রিস্টপূর্ব ৮০০ খ্রি. দিকে বৈদিক ভাষা বিবর্তনকালে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত।

প্রশ্ন : প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কী?

উত্তর : অপভ্রংশ।

প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুলস্নাহর মতে, বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?

উত্তর : গৌড় অপভ্রংশ থেকে।

প্রশ্ন : কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?

উত্তর : মাগধী প্রাকৃত।

প্রশ্ন : প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?

উত্তর : তিনটি।

প্রশ্ন : বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?

উত্তর : তিনটি।

প্রশ্ন : বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?

উত্তর : হিন্দু-ইউরোপীয় গোষ্ঠীর।

প্রশ্ন : কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ী রূপ লাভ করে?

উত্তর : প্রাচীন যুগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53715 and publish = 1 order by id desc limit 3' at line 1