শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ১৯ জুন ২০১৯, ০০:০০
হরপ্রসাদ শাস্ত্রী জন্ম: ৬ ডিসেম্বর ১৮৫৩খ্রি: মৃতু্য: ১৭ নভেম্বর ১৯৩১খ্রি:

প্রশ্ন : চর্যাপদের পুঁথিকে কোথায় কে এবং কখন আবিষ্কার করেন?

উত্তর : মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।

প্রশ্ন : খ্রিস্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়?

উত্তর : সম্রাট অশোক।

প্রশ্ন : বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?

উত্তর : কুটিল লিপি।

প্রশ্ন : কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়? উত্তর : সেন যুগে।

প্রশ্ন : কোন কোন লিপির ওপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান?

উত্তর : উড়িষ্যা মৈথিলি ও আসামি লিপির ওপর।

প্রশ্ন : বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে?

উত্তর : সাময়ীক পত্র।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কী?

উত্তর : চর্যাপদ।

প্রশ্ন : চর্যাপদ রচনা করেন কারা?

উত্তর : বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।

প্রশ্ন : চর্যাপদ কোন যুগের নিদর্শন?

উত্তর : আদি/প্রাচীন যুগ।

প্রশ্ন : চর্যাপদের রচনা কাল কত?

উত্তর : সপ্তম-দ্বাদশ শতাব্দী।

প্রশ্ন : চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?

উত্তর : বঙ্গকামরূপী ভাষায়।

প্রশ্ন : চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উত্তর : নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।

প্রশ্ন: টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কী?

উত্তর: আশ্চর্য চর্যাচয়।

প্রশ্ন : নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোর কী নাম দেয়া হয়েছে? উত্তর : চর্যাচর্য বিনিশ্চয়।

প্রশ্ন : বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?

উত্তর : মুন্ডা ভাষার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54190 and publish = 1 order by id desc limit 3' at line 1