শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ২০ জুন ২০১৯, ০০:০০

প্রশ্ন : কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?

উত্তর : ব্রাহ্মী লিপি।

প্রশ্ন : ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কী কী?

উত্তর : দুটি ক. খরোষ্ঠী, খ. ব্রাহ্মী।

প্রশ্ন : ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলে?

উত্তর : ব্রাহ্মী লিপি।

প্রশ্ন : চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?

উত্তর : অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যয়।

প্রশ্ন: আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কী?

উত্তর : চর্যাগীতি কোষ।

প্রশ্ন : চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি?

উত্তর : ১১ সংখ্যক পদ।

প্রশ্ন : চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ণ পাওয়া যায়নি?

উত্তর : ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54332 and publish = 1 order by id desc limit 3' at line 1