শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ২১ জুন ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

পঞ্চম অধ্যায়

১৫। পারমাণবিক সংখ্যা কাকে বলে?

উত্তর: কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।

১৬। সোডিয়ামের একটি পরমাণুতে কতটি ইলেকট্রন ও প্রোটন রয়েছে?

উত্তর: ১১টি ইলেকট্রন ও ১১টি প্রোটন

১৭। নিউট্রন সংখ্যা জানতে হলে কী জানা দরকার?

উত্তর: কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা

১৮। কোনো মৌলের ভরসংখ্যা নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর: কোনো মৌলের ভরসংখ্যা = ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা + নিউট্রনের সংখ্যা

১৯। কোনো মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর: কোনো মৌলের নিউট্রন সংখ্যা = ওই মৌলের ভরসংখ্যা - প্রোটনের সংখ্যা

২০। অক্সিজেনের ভরসংখ্যা ১৬ দ্বারা কী বোঝায়?

উত্তর: অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন রয়েছে।

২১। সোডিয়ামের ভরসংখ্যা কত?

উত্তর:৩

২২। সোডিয়ামের একটি পরমাণুতে কতটি নিউট্রন রয়েছে?

উত্তর: ১২টি

২৩। আইসোটোপ কাকে বলে?

উত্তর: কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদের ওই মৌলের আইসোটোপ বলে।

২৪। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি ও কী কী?

উত্তর: হাইড্রোজেনের আইসোটোপ ৩টি। যথা- প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।

২৫। কোন পরমাণুতে কোনো নিউট্রন নেই?

উত্তর:হাইড্রোজেন

২৬। কার্বনের কয়টি আইসোটোপ রয়েছে?

উত্তর:৩টি

২৭। কার্বনের বেশির ভাগ পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন রয়েছে?

উত্তর:৬টি প্রোটন ও ৬টি নিউট্রন [ কার্বনের কিছু কিছু পরমাণুতে ৭টি বা ৮টি নিউট্রনও থাকে ]

২৮। অস্থায়ী আইসোটোপ কী বিকিরণ করে?

উত্তর: বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা

২৯। বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে কী ব্যবহার করা হয়?

উত্তর:আইসোটোপ

৩০। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয় কী ব্যবহার করে?

উত্তর: আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ করে

৩১। ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কী ব্যবহার করে?

উত্তর: তেজস্ক্রিয় রশ্মি

৩২। পরমাণুতে কোন মৌলিক কণিকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে?

উত্তর: ইলেকট্রন

৩৩। কক্ষপথগুলোকে কী বলা হয়?

উত্তর:শক্তিস্তর

৩৪। আর্গনের ইলেকট্রন বিন্যাস লিখ।

উত্তর:২, ৮, ৮

৩৫। সালফারের ইলেকট্রন বিন্যাস লিখ।

উত্তর:২, ৮, ৬

৩৬। সিলিকনের ইলেকট্রন বিন্যাস লিখ।

উত্তর: ২, ৮, ৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54524 and publish = 1 order by id desc limit 3' at line 1