মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়লে তা আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে কেন?
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২৪ জুন ২০১৯, ০০:০০

সপ্তম অধ্যায়

২০। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?

উত্তর : অভিকর্ষ

২১। পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

উত্তর : অভিকর্ষ

২২। অভিকর্ষকে এক বিশেষ ধরনের কী বলা হয়?

উত্তর : মহাকর্ষ

২৩। পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

উত্তর : অভিকর্ষ

২৪। একটি ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়লে তা আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে কেন?

উত্তর : অভিকর্ষ বলের কারণে

২৫। গাছের ফল মাটিতে পড়ে কিসের কারণে?

উত্তর : অভিকর্ষ বলের কারণে

২৬। বল প্রযুক্ত হলে কোনো বস্তুর কী বৃদ্ধি পায়?

উত্তর : বেগ

২৭। বল প্রযুক্ত হলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে কী বলে?

উত্তর : ত্বরণ

২৮। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর কী হয়?

উত্তর : ত্বরণ

২৯। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয় তাকে কী বলে?

উত্তর : অভিকর্ষজ ত্বরণ

৩০। অভিকর্ষজ ত্বরণের অপর নাম কী?

উত্তর : মাধ্যাকর্ষণজনিত ত্বরণ

৩১। বেগ বৃদ্ধির হারকে কী বলে?

উত্তর : ত্বরণ

৩২। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?

উত্তর : অভিকর্ষজ ত্বরণ

৩৩। অভিকর্ষজ ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর : ম দ্বারা

৩৪। অভিকর্ষজ ত্বরণ কী?

উত্তর : এক প্রকার ত্বরণ

৩৫। অভিকর্ষজ ত্বরণের একক কী?

উত্তর : মিটার/সেকেন্ড ২

৩৬। অভিকর্ষ বল = কী?

উত্তর : ভর অভিকর্ষজ ত্বরণ

৩৭। অভিকর্ষজ ত্বরণ বস্তুর কিসের ওপর নির্ভর করে না?

উত্তর : ভরের ওপর

৩৮। অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে কিসের ওপর নির্ভর করে?

উত্তর : বস্তুর দূরত্বের ওপর

৩৯। কিসের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়?

উত্তর : অভিকর্ষজ ত্বরণের

৪০। অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন অঞ্চলে কী রকম হয়?

উত্তর : বিভিন্ন রকম

৪১। পৃথিবীর ব্যাসার্ধ জ হলে ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর :

৪২। পৃথিবীর আকৃতি কেমন?

উত্তর : সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা

৪৩। ভূ-পৃষ্ঠের সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মান কী রকম?

উত্তর : সমান নয়

৪৪। কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি?

উত্তর : মেরু অঞ্চলে

৪৫। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি কেন?

উত্তর : মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে

৪৬। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর : ৯.৮৩২ মিটার/ সেকেন্ড ২

৪৭। কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম?

উত্তর : বিষুব অঞ্চলে

৪৮। বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম কেন?

উত্তর: মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধের মান বেশি বলে

৪৯। বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর : ৯.৭৮ মিটার / সেকেন্ড ২

৫০। ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর : ৯.৮০৬৬৫ মিটার / সেকেন্ড ২

৫১। হিসাবের সুবিধার জন্য অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত ধরা হয়?

উত্তর : ৯.৮ মিটার/সেকেন্ড ২ বা ৯.৮১ মিটার/সেকেন্ড ২।

৫২। ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর : ৯.৮ মিটার/সেকেন্ড ২ বা ৯.৮১ মিটার/সেকেন্ড ২

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<55011 and publish = 1 order by id desc limit 3' at line 1