logo
সোমবার ১৪ অক্টোবর, ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২৪ জুন ২০১৯, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়

প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়: ২

২৪। কৃষক বেশি ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করল। এই সার বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশের কোন দূষণ ঘটাবে?

উত্তর: পানিদূষণ

২৫। ইটের ভাটায় প্রতিনিয়ত ইট পোড়ানো হয়। এ ক্ষেত্রে পরিবেশের কোন দূষণ ঘটবে?

উত্তর: বায়ুদূষণ

২৬। তাহিয়াদের বাসায় বিদু্যৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে বিদু্যৎ পায়। সেখানে কোন ধরনের দূষণ হয়ে থাকে?

উত্তর: শব্দদূষণ

২৭। শিল্পকারখানার তীব্র আওয়াজে কোন দূষণ ঘটবে?

উত্তর: শব্দদূষণ

২৮। তুমি সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখলে একটি তেলবাহী জাহাজ দুর্ঘটনায় জাহাজের সব তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কী দূষণ ঘটাবে?

উত্তর: মাটিদূষণ

২৯। পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কী?

উত্তর: জনসচেতনতা বৃদ্ধি

৩০। পরিবেশ সংরক্ষণের জন্য কী করতে হবে?

উত্তর: গাছ লাগাতে হবে

৩১। তোমার ছোট ভাই পস্নাস্টিকের খেলনা ভেঙে ফেলেছে। এখন তুমি কী করবে?

উত্তর: নির্দিষ্ট স্থানে ফেলবে

৩২। নাজিম সাহেব মাঝে মাঝে গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান। এই কাজটি দ্বারা তিনি পরিবেশের কী সংরক্ষণ করতে চান?

উত্তর: প্রাকৃতিক সম্পদ

৩৩। তানিয়ার মা কাজ শেষে পানির কল, লাইটের সুইচ বন্ধ করে রাখেন সব সময়। এই কাজটি তিনি কেন করেন?

উত্তর: অপচয় রোধ করতে

৩৪। ভাটায় ইট পোড়ানোর ফলে কী হয়?

উত্তর: বায়ু দূষিত হয়

৩৫। উচ্চ স্বরে গান বাজালে কী ঘটে?

উত্তর: শব্দদূষণ

৩৬। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কী?

উত্তর: জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো

৩৭। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কী দূষিত হয়?

উত্তর: মাটি

৩৮। লাউড স্পিকার বা মাইকে-

উত্তর: শব্দদূষণ হয়

৩৯। মাটির উর্বরতা নষ্ট হয় কীসে?

উত্তর: কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশকে

৪০। পরিবেশদূষণের প্রধান উৎস কী?

উত্তর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার

৪১। পরিবেশদূষণের প্রাকৃতিক কারণ-

উত্তর: বন্যা

৪২। বায়ুদূষণের ফলে কী ঘটে?

উত্তর: অ্যাসিড-বৃষ্টি

৪৩। পরিবেশদূষণের ফলে মানুষ কী ধরনের রোগে আক্রান্ত হচ্ছে?

উত্তর: ক্যানসার

৪৪। জীবাশ্ম জ্বালানি-

উত্তর: প্রাকৃতিক গ্যাস

৪৫। পরিবেশদূষণের প্রধান কারণ-

উত্তর: মানুষ

৪৬। মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী?

উত্তর: শব্দদূষণ

৪৭। বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজালে কোন ধরনের দূষণ হয়?

উত্তর: শব্দদূষণ

অধ্যায়-৩

১. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন?

উত্তর : পানি

২. কোনটি পানিদূষণের কারণ?

উত্তর : নর্দমার বর্জ্য

৩. পানিতে মিশে থাকা বালু-কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?

উত্তর : থিতানো

৪. দেহ সুস্থ-সবল রাখতে পুষ্টি উপাদান প্রয়োজন। পুষ্টি উপাদান দেহের প্রতিটি অঙ্গে পরিবহনের জন্য কোনটি প্রয়োজন?

উত্তর : পানি

৫. তুষারের অনেক জ্বর হয়েছে। ডাক্তার তাকে বেশি করে তরল খাবার ও পানি খেতে বলেছেন। পানি তুষারের দেহে কোন কাজটি করবে?

উত্তর : স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে

৬. শারমিন চিপস, চকলেট ও কোমল পানীয় খেতে পছন্দ করলেও পরিপাকে সাহায্য করে এমন একটি প্রয়োজনীয় উপাদান খেতে চায় না। শারমিন কী খেতে চায় না?

উত্তর : পানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে