শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ২৭ জুন ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

সপ্তম অধ্যায়

১১৮। ৭০ কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদের কক্ষপথে কত থাকবে?

উত্তর : ৭০ কেজি

১১৯। পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা সম্ভব হলে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হবে?

উত্তর : ৪ গুণ হবে

১২০। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম হওয়ার জন্য দায়ী?

উত্তর : পৃথিবীর ব্যাসার্ধ

১২১। কোন একক ব্যবহার করে বেশি ভরকে মাপা হয়?

উত্তর : মেট্রিক টন

১২২। কোনো বস্তুর ওজন ৪৯২ নিউটন হলে এর ভর কত?

উত্তর : ৫০.২০ গ্রাম

১২৩। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন মেরু অঞ্চলে কত?

উত্তর : ৯.৮৩ নিউটন

১২৪। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কত হবে?

উত্তর : শূন্য

১২৫। লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি নিজেকে ওজনহীনতা অনুভব করতে পারে?

উত্তর : লিফটটি যখন ম ত্বরণে নিচে নামে

১২৬। বস্তুর কোন ধর্মের অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না?

উত্তর : ভর

১২৭। পৃথিবী সব বস্তুকে কোন দিকে টানে?

উত্তর : তার নিজের দিকে

১২৮। আকর্ষণ সম্পর্কিত নিউটনের সূত্রটি কী নামে পরিচিত?

উত্তর : নিউটনের মহাকর্ষ সূত্র

১২৯। মহাকর্ষ সূত্রানুসারে, আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এর গাণিতিক রূপ লিখ।

উত্তর : ঋ=স১স২

১৩০। মহাকর্ষ সূত্রানুসারে, আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর গাণিতিক রূপ লিখ।

উত্তর :

১৩১। গাছের ফল মাটিতে পড়ে কিসের কারণে?

উত্তর : অভিকর্ষ বলের কারণে

১৩২। বল প্রযুক্ত হলে কোনো বস্তুর কী বৃদ্ধি পায়?

উত্তর : বেগ

১৩৩। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর কী হয়?

উত্তর : ত্বরণ

১৩৪। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয় তাকে কী বলে?

উত্তর : অভিকর্ষজ ত্বরণ

১৩৫। বল প্রযুক্ত হলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে কী বলে?

উত্তর : ত্বরণ

১৩৬। বেগ বৃদ্ধির হারকে কী বলে?

উত্তর : ত্বরণ

১৩৭। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?

১৩৮। অভিকর্ষজ ত্বরণের অপর নাম কী?

উত্তর : মাধ্যাকর্ষণজনিত ত্বরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<55420 and publish = 1 order by id desc limit 3' at line 1