বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

আমাদের নিকটতম নক্ষত্র
আশরাফুল আলম মিলন, সহকারী শিক্ষক সৃষ্টি শিক্ষা কেন্দ্র, মিরপুর, ঢাকা
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২২:৫৮

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর

অধ্যায় ৭

প্রশ্ন : কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? ডেঙ্গুজ্বরের লক্ষণ ৪টি বাক্যে লেখ।

উত্তর : এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়।

ডেঙ্গুজ্বরের ৪টি লক্ষণ নিম্নরূপÑ

১. শরীরে জ্বর থাকবে।

২. মাথা ব্যথা করবে।

৩. শরীরের বিভিন্ন জায়গায় ফুলে উঠবে।

৪. বমি হবে।

অধ্যায় ৮

প্রশ্ন : মহাবিশ্বের বিভিন্ন সদস্যের মধ্যে সূযর্ ও পৃথিবী আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূণর্ কেন? ৫টি বাক্যে লেখ।

উত্তর : আমাদের নিকটতম নক্ষত্র সূযর্ থেকেই আমরা তাপ ও আলো পাই। সূযর্ থেকে আমাদের প্রয়োজনীয় সব শক্তি পাচ্ছি এবং দিন-রাতের পরিবতর্ন ঘটছে সূযের্র জন্য। এক কথায় সূযের্র জন্য পৃথিবীতে জীবনের উদ্ভব সম্ভব হয়েছে। আবার সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে শুধু পৃথিবীতেই জীবন সম্ভব হয়েছে। কারণ এখানে বায়ুমÐল বিশেষ তাপমাত্রা, দিন-রাতের পরিবতর্ন, পানি, মাটি ও সাবির্ক আবহাওয়া আছে বলে আমরা বাস করতে পারি।

প্রশ্ন : আমাদের নিকটতম নক্ষত্রটি কী? এটি কীভাবে আমাদের উপকারে আসে ৪টি বাক্যে ব্যাখ্যা কর।

উত্তর : আমাদের নিকটতম নক্ষত্র সূযর্। পৃথিবীতে আমাদের অস্তিত্ব নিভর্র করে সূযের্র ওপর। সূযর্ থেকে আমরা তাপ ও আলো পাই, যা কাজে লাগিয়ে গাছপালা আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে। এ ছাড়া সূযের্ক কেন্দ্র করে পৃথিবী ঘোরে যার ফলে দিন-রাত সংঘটিত হয়। পৃথিবীতে জীবনের উদ্ভব সম্ভব হয়েছে সূযের্র জন্য এবং সে জীবনের জন্য প্রয়োজনীয় সব শক্তি সূযর্ই সরবরাহ করে।

প্রশ্ন : আমাদের দেশে যখন দিন তখন পৃথিবীর কোনো কোনো দেশে রাত হয়Ñ এর কারণ ৫টি বাক্যে লেখ।

উত্তর : পৃথিবীর সম্পূণর্ পৃষ্ঠে সূযের্র আলো একই সময়ে পড়ে না। কারণ পৃথিবী সবর্দা তার নিজ অক্ষের ওপর আবতর্নশীল। ফলে আমাদের দেশ পৃথিবীর যে অংশে অবস্থিত সে অংশ যখন সূযের্র দিকে থাকে তখন আমাদের দেশে দিন হয়, আবার এর বিপরীত পৃষ্ঠের দেশগুলোয় তখন সূযের্র আলো পেঁৗছাতে পারে না বলে সে দেশগুলোয় রাত। একইভাবে আমাদের দেশে যখন রাত হবে তখন সেই দেশগুলো সূযের্র দিকে থাকবে এবং সেখানে দিন হবে।

প্রশ্ন : তুমি কি সব সময় আকাশের চঁাদ একই রকম দেখ? উত্তরের কারণ ৫টি বাক্যে ব্যাখ্যা কর।

উত্তর : আমি সব সময় আকাশের চঁাদ একই রকম দেখি না। কারণ, পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে কখনো কখনা আমরা চঁাদের আলোকিত অংশের সবটাই দেখতে পাই, তখন চঁাদকে পূণার্ঙ্গ থালার মতো দেখি। কখনো আবার আলোকিত অধের্ক গোলকের অংশবিশেষ দেখতে পাই, এর ফলে চঁাদের অন্ধকার অংশ কখনো কখনো পৃথিবীর দিকে থাকে। পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে একসময় চঁাদ পৃথিবী ও সূযের্র মাঝখানে চলে আসে, এতে আমরা অমাবস্যা দেখতে পাই। কিন্তু চঁাদ পৃথিবীকে প্রদক্ষিণ করার পরবতীর্ পযাের্য় এর আলোকিত অংশবিশেষ পৃথিবীর দিকে চলে আসে, তখন আমি চঁাদের ফালি দেখতে পাই। এভাবে পযার্য়ক্রমে সাড়ে ২৯ দিন পর চঁাদ এর পরিক্রমা শেষ করে, তখন চান্দ্রমাস পূণর্ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে